30.7 C
London
July 1, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধানের ফিল্ড মার্শাল র‌্যাংকে পদোন্নতি

পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের মন্ত্রিসভা সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির প্রস্তাব অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে উল্লেখযোগ্য ভূমিকার জন্য মুনিরকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে আসার আগে দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সে সময় তিনি আইএসআই প্রধান ছিলেন।

তিনি পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের নভেম্বরে জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পরিবর্তন করে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের নভেম্বরে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
২০ মে ২০২৫

আরো পড়ুন

মুইজ্জুকে নিয়ে ভারতের ভয়ংকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করল ওয়াশিংটন পোস্ট

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

প্রথমবারের মতো রমজানে আলোকসজ্জা হবে জার্মানির ফ্রাঙ্কফুর্টে