TV3 BANGLA
আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক হামলার প্রভাবে ভারতীয় রুপির দরপতন

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামে হামলা পরিচালনার পর মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হয়েছে। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নন-ডেলিভারেবল ফরওয়ার্ড (এনডিএফ) বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে। এক মাসের এনডিএফ ইঙ্গিত দিচ্ছে, অনশোর স্পট মার্কেট খোলার সময় রুপির মান ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮ ডলারে পৌঁছাতে পারে, যা মঙ্গলবারের ৮৪ দশমিক চার তিন থেকে নিচে।

মূলত, ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ফলে ডলারের বিপরীতে রুপির দুর্বলতা ভারতের জ্বালানি আমদানি ব্যয় বাড়িয়ে দিতে পারে ধারণা করছে বিশ্লেষকরা।

মুম্বাই-ভিত্তিক একজন মুদ্রা কৌশলবিদ বলেছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা স্বল্পমেয়াদে রুপিকে আরও দুর্বল করতে পারে। তবে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ এবং বৈদেশিক মুদ্রার ও রিজার্ভের অবস্থান রুপির অতিরিক্ত পতন রোধ করতে পারে।

প্রসঙ্গত, গত ৬ মে স্থানীয় সময় রাত ১টা ৪৪ মিনিটে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের ৯টি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি দিল্লির।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।

এম.কে
০৭ মে ২০২৫

আরো পড়ুন

গ্রেফতারি পরোয়ানাকে টয়লেট পেপার বলল রাশিয়া

নিউজ ডেস্ক

আগে বাড়ি যাওয়ার আশায় পুলিশকে স্কুলে গোলাগুলির ভুয়া ফোন শিশুর

রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে, প্রস্তুতি নিচ্ছে জার্মানি