পার্টিগেট কেলেঙ্কারির তদন্তকে ঘিরে একটি “ভয়ের সংস্কৃতি” বিরাজ করায় স্যু গ্রের তদন্তের প্রমাণ আটকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা।
রোববার (২৩ জানুয়ারি) ইন্ডিপেন্ডেন্টের একটি সূত্র জানায়, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে ‘আগুনে ঘি ঢালতে’ পারে এমন যে কোনো মেসেজ ও ছবি ফোন থেকে ডিলেট করেছিলেন তারা।
খবরে বলা হয়, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজে লোকেদের মদ্যপান এবং নাচের ফটোগ্রাফ ছিল, সেইসাথে পরের দিন তাদের হ্যাংওভারের বর্ণনা উল্লেখ ছিল।
একটি সূত্র দাবি করেছে যে প্রমাণ মুছে ফেলার জন্য বলা হলে তারা সেগুলো মুছে ফেলেছেন। এদিকে কর্মকর্তারা এই ভেবে ভয় পাচ্ছিলেন যে প্রমাণগুলো মুছে ফেলার কারণে তারা নিন্দার মুখে পড়বেন।
আরেকটি সূত্র ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, সবাই আতঙ্কিত। প্রথম পার্টির গল্পটি ফাঁস হওয়ার পর থেকে অফিসে একটি ভয়ের সংস্কৃতি বিরাজ করছে।
অন্য আরেকটি সূত্র যোগ করেছে, আমি প্রমাণ শেয়ার করা থেকে বিরত ছিলাম এবং ভয়ের কারণে কিছু জিনিস মুছে ফেলেছিলাম।
মিসেস গ্রে আগামী সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করবেন বলে আশা করা হচ্ছে এবং তারপর তিনি সিদ্ধান্ত নেবেন কখন ফলাফলগুলি প্রকাশ করা হবে।
২৩ জানুয়ারি ২০২২
এনএইচ