TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পার্লামেন্টে গালি-গালাজের অভিজ্ঞতা শুনিয়ে আলোচনায় শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সংসদে দাঁড়িয়ে জানালেন, তাকে নিয়মিত ‘ফাকিং পাকি’ বলে অপমান করা হয় এবং ‘নিজ দেশে ফিরে যাও’ বলা হয়। হাউস অব কমন্সে আশ্রয় ও অভিবাসন নিয়ে উত্তপ্ত আলোচনার এক পর্যায়ে তিনি নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেন। তার বক্তব্যে জাতি–বর্ণ–ধর্মবিষয়ক বিদ্বেষ কতটা তীব্র হয়ে উঠেছে, তা নতুন করে আলোচনায় আসে।

 

মাহমুদ জানান, যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষ এখন এমন মাত্রায় পৌঁছেছে যা তিনি জীবনে কখনও দেখেননি। সাত-আট বছর বয়স থেকেই তিনি ‘পাকি’ গালি শুনে বড় হয়েছেন, আর সম্প্রতি তার কয়েকজন পরিবারের সদস্য বির্মিংহামের রাস্তায় একই ধরনের অপমানজনক আচরণের শিকার হয়েছেন। তিনি বলেন, এটি শুধু তার গল্প নয়—বরং তার নির্বাচনী এলাকার বহু মানুষ প্রতিদিন এমন বৈষম্যের মুখোমুখি হয়।

হোম সেক্রেটারি আরও উল্লেখ করেন, টমি রবিনসনের নেতৃত্বে হওয়া “ইউনাইট দ্য কিংডম” সমাবেশে তিনি পুরনো দিনের ‘পাকি-ব্যাশার’দের মতো বিদ্বেষী আচরণ লক্ষ্য করেছেন। তার মতে, যুক্তরাজ্যের আশ্রয় ও অভিবাসন নীতির অচলাবস্থা সমাজে বড় ধরনের বিভাজন তৈরি করেছে, যা দূর-ডানপন্থার উত্থানকে আরও উসকে দিচ্ছে।

তার বক্তব্যে ব্যবহৃত গালি সংসদে উপস্থিত অনেকের মধ্যে বিস্ময় সৃষ্টি করে, এবং ডেপুটি স্পিকার তাকে ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে বলেন। শাবানা মাহমুদ ক্ষমা চাইলেও স্পষ্ট করে বলেন, তিনি শুধু সেই বাস্তব শব্দগুলোই উদ্ধৃত করেছেন যা প্রতিদিন তাকে বলা হয়। তিনি সংসদ সদস্যদের আহ্বান জানান, বর্ণবাদ ও বিদ্বেষের এই বাস্তবতা স্বীকার করে সমাজের বিভাজন কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

সূত্রঃ এএমবি নিউজ

এম.কে

আরো পড়ুন

ফ্রান্সের গড়িমসিতে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ছোট নৌকা পারাপার ঠেকাতে ব্যর্থতা বাড়াচ্ছে হতাশা

এনএইচএসের বিলম্ব: প্রাইভেট হেলথ কেয়ারের দিকে ঝুঁকছেন লাখো মানুষ

যুক্তরাজ্যে আজ থেকে রয়্যাল মেইলের দ্বিতীয় শ্রেণির ডাক সেবায় বড় পরিবর্তন