6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পিতার পরিচয় নিয়ে নানা কথার মুখে প্রিন্স হ্যারির আক্ষেপ

প্রিন্স হ্যারি রাজা তৃতীয় চার্লসের সন্তান নন, এমন গুঞ্জন দীর্ঘদিনের। এমন গুঞ্জন বছরের পর বছর ধরে হ্যারিকে ভয়াবহ কষ্ট দিয়েছে। সম্প্রতি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৬ জুন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় দ্য ডিউক অব সাসেক্স (হ্যারি) বলেছেন, তার আশঙ্কা, তাকে রাজপরিবার থেকে ‘সরিয়ে দিতে’ যুক্তরাজ্যের ট্যাবলয়েডের সাংবাদিকেরা তাকে মেজর জেমস হিউইটের সন্তান প্রমাণ করতে চেয়েছিলেন।

উল্লেখ্য, বেআইনিভাবে তথ্য সংগ্রহের অভিযোগে ডেইলি মিরর, সানডে মিরর ও সানডে পিপল-এর প্রকাশক কোম্পানি মিরর গ্রুপ নিউজপেপার্সের (এমজিএন) বিরুদ্ধে মামলা করেছেন হ্যারি। এর মধ্যে ২০০২ সালে দ্য পিপল–এর প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘হ্যারির ডিএনএ ছিনতাইয়ের ষড়যন্ত্র’।

 

 

 

 

প্রিন্স হ্যারি বলেন, তার মা প্রিন্সেস ডায়না জেমস হিউইটের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর বেশ কয়েকটি পত্রিকা হিউইটই হ্যারির আসল বাবা এমন প্রতিবেদন প্রকাশ করেছিল। আদালতে দেওয়া সাক্ষ্যে গুঞ্জনটি যে মিথ্যা, তা পুনর্ব্যক্ত করে হ্যারি জানান, হিউইটের সঙ্গে তার মা ডায়ানার সম্পর্ক তার জন্মের কয়েক বছর পর শুরু হয়েছিল।

হ্যারি বলেন, ‘আমার বয়স যখন ১৮ বছর, মাত্র ৬ বছর আগে মাকে হারিয়েছি, তখন এ ধরনের গল্পগুলো আমরা জন্য ধ্বংসাত্মক ও বাস্তব মনে হতো। এগুলো খুব কষ্টের, নিম্নরুচির ও নির্মম ছিল। আমি সব সময় ভাবতাম, এসব বলার পেছনে কারণ কী? সংবাদপত্রগুলো কি জনগণের মনে সন্দেহ তৈরি করে দিতে চায়, যাতে আমাকে রাজপরিবার থেকে বের করে দেওয়া হয়?’

প্রিন্স হ্যারি তার আত্মজীবনী স্পেয়ার–এ এসব গুঞ্জনের প্রসঙ্গ রেখেছেন। তিনি লিখেছেন, রাজা চার্লস প্রায়ই তার আসল বাবা না হওয়া নিয়ে নিষ্ঠুর ও অদ্ভুত রসিকতা করতেন।

 

 

 

 

বিভিন্ন ধরনের গুজব প্রিন্স হ্যারির বাবাকে নিয়ে খবরে প্রচলিত হয়েছিল, প্রিন্স হ্যারির বাবা হিসেবে তার মায়ের সাবেক প্রেমিক মেজর জেমস হিউইটের নাম উঠে আসে। এর একটি বড় কারণ হলো, হিউইটের চুলও ছিল লালচে।

বিশ্লেষকদের মতে, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের সামরিক অশ্বারোহী বাহিনীর সাবেক কর্মকর্তা হিউইটের সঙ্গে প্রিন্স হ্যারির মা ডায়ানার প্রেমের সম্পর্ক ছিল। তখন অবশ্য ডায়ানা চার্লসের স্ত্রীই ছিলেন। ১৯৮৬ থেকে ৯১ সাল পর্যন্ত হিউইট ও ডায়ানার এ সম্পর্ক টিকে ছিল। অথচ প্রিন্স হ্যারির জন্ম ১৯৮৪ সালে। হিউইটের সঙ্গে ডায়ানার দেখা হওয়ার দুই বছর আগে।

এম.কে
১৪ জুন ২০২৩

আরো পড়ুন

নিষেধাজ্ঞার অংশ হিসেবে চেলসির মালিকানা কেড়ে নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী

মাল্টি ইউনিট প্রপার্টির জন্য মর্গেজ

নিউজ ডেস্ক