5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পূর্ব লন্ডনে আচমকা তাণ্ডব চালিয়ে গেল টর্নেডো

পূর্ব লন্ডনে হঠাৎ করে আবহাওয়ার বিরূপ আচরণ দেখা গিয়েছে। আচমকা সৃষতি হওয়া টর্নেডোর তাণ্ডবে সেখানে বেশ কিছু বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সেখানে টর্নেডোর  রিপোর্ট পায় পুলিশ।

 

স্কাই নিউজে বলা হয়েছে, বার্কিংয়ের কয়েকটি সড় টর্নেডো তছনছ হয়ে যায়। বেড়া ও দেয়াল ধসিয়ে দেয় এবং গাড়িগুলোর ক্ষতি করে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা স্কাই নিউজের সাংবাদিক রিপোর্টে উল্লেখ করেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে প্রবল বেগে বাতাস বইতে শুরু করে।

 

ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন অনেকে। এতে দেখা যায়, আকাশ জুড়ে ভারী কালো মেঘ এবং ঘূর্ণায়মান বাতাস ছড়িয়ে পড়ছে।

কয়েক মিনিট পরেই আবহাওয়া শান্ত হয়ে উঠে। কিন্তু এই অল্প সময়েই ৬ থেকে ৭টি সড়কের বেহাল দশা করে ছাড়ে।

সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখতে পাওয়া যায়, সড়কে আবর্জনা এবং নানা প্রকার বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেয়াল ধসে পড়েছে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা হাজির হয়। কোনো হতাহতের খবর মেলেনি।

 

২৬ জুন ২০২১
এনএইচ

আরো পড়ুন

নথি জালিয়াতি, ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা

যুক্তরাজ্যের হাডার্সফিল্ডে হোম অফিসের লিজ নেওয়া ভবন খালি, শরণার্থীদের স্থানান্তর অনিশ্চিত

গরমে পুড়ছে লন্ডন, সতর্কতা জারি