TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনে রাসায়নিক দুর্ঘটনায় বাংলাদেশি এক বছরের শিশুর মৃত্যু, দু’জন গ্রেপ্তার

পূর্ব লন্ডনের আপটন পার্কে এক বছরের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে এসে। এই মর্মান্তিক ঘটনায় দুই সন্দেহভাজনকে হত্যার অভিযোগে (manslaughter) গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার বিকেলে বার্কিং রোডের এক ফ্ল্যাটে বসবাসকারী ওই বাংলাদেশি পরিবারের সদস্যরা হঠাৎ ঘরের ভেতর থেকে তীব্র রাসায়নিক গন্ধ টের পান। তারা দ্রুত বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় দুই প্রাপ্তবয়স্ক, ছয় বছর বয়সী একটি শিশু এবং এক বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়েন।

দুর্ভাগ্যজনকভাবে, চিকিৎসাধীন অবস্থায় এক বছরের শিশুটি মারা যায়। বুধবার মেট্রোপলিটন পুলিশ জানায়, ৪১ বছর বয়সী এক পুরুষ ও ২৬ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভুক্তভোগী পরিবারের কেউ নন এবং বর্তমানে দু’জনই পুলিশের হেফাজতে রয়েছেন।

লন্ডন ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র জানান, সতর্কতামূলকভাবে আশপাশের প্রায় ১২ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ারফাইটাররা ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে বিপজ্জনক রাসায়নিক পদার্থ শনাক্তের চেষ্টা করেন এবং পুরো ভবনটিতে বাতাস চলাচলের ব্যবস্থা করেন।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন, “শিশুটির পরিবারের পাশে বিশেষজ্ঞ কর্মকর্তারা রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, “ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।”

স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকেও শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। কাউন্সিলের মুখপাত্র বলেন, “আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি যাতে সরিয়ে নেওয়া বাসিন্দারা নিরাপদ ও উষ্ণ পরিবেশে থাকতে পারেন।”

এই ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই দ্রুত তদন্ত সম্পন্ন করে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

সূত্রঃ মেট্রো

এম.কে

আরো পড়ুন

প্রায় ১৫ বছর পর বিরোধী শিবিরে যাচ্ছে কনজারভেটিভ পার্টি!

যুক্তরাজ্যের সমস্যা সমাধানে ভুমিকা রাখতে পারে ইমিগ্র‍্যান্টঃ আইএমএফ

যুক্তরাজ্যে বাড়ির দাম প্রায় দুই বছরে সর্বোচ্চ বৃদ্ধির পথেঃ জাতীয় পরিসংখ্যান বিভাগ