15.9 C
London
May 14, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

পৃথিবী থেকে বিদায় নেবে রোগ, চলছে এআই গবেষণা

বায়োমেডিসিনের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে এআই। একে ব্যবহার করে উচ্চমানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করে জীবনবিজ্ঞানের কাজে তা ব্যবহার করলে অগ্রগতি অনিবার্য। মানবদেহের কোষ কীভাবে কাজ করে তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। এ জন্য এমন একটি ডিজিটাল মডেল তৈরি করা হবে, যা জিনোম বিশ্লেষণ করবে এবং তা থেকে দেহকোষের ধরন ও সেগুলোর অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।

এসব তথ্য কাজে লাগিয়ে সম্ভব হবে সেই যুগান্তকারী আবিষ্কারের কাছে পৌঁছানো—যে আবিষ্কারের ফলে মানবদেহে বাসা বাঁধতে পারে এমন যাবতীয় রোগ নিরাময় বা প্রতিরোধ বা নিয়ন্ত্রণের উপায় বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা। ২১০০ সালের মধ্যে রোগমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মেটার সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ, যা সংক্ষেপে সিজেডআই নামে পরিচিত।

আগামী ৭৭ বছরের মধ্যে গবেষকেরা একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চলেছেন, যে সিস্টেমের মাধ্যমে এআই ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন। এর ফলে কারও অসুখ হলে দেহকোষে এর কী প্রভাব পড়ে বা কোষগুলো কী আচরণ করে, তা নির্ণয় করা যাবে বলে জানান গবেষকেরা।

এম.কে
১৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

লন্ডন পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী, নারী ও সমকামীতা বিদ্বেষীর তকমা

ভিডিও প্রকাশের সময় বাড়াচ্ছে টিকটক

সামরিক শক্তিধর দেশের র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান ৪০তম