লন্ডনে একদল পুরুষের পেপার স্প্রে-জাতীয় পদার্থ ছোড়ার ঘটনায় কমপক্ষে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ১৬ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি সচেতনভাবে পরিচালিত একটি হামলা।
ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি বিবিসিকে জানান, হামলার পরপরই মানুষজন তীব্রভাবে কাশছিল এবং তার নিজের গলার ভেতর জ্বালাপোড়া অনুভূত হচ্ছিল। তিনি বলেন, এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং অনেকেই দ্রুত আশ্রয় খুঁজতে চেষ্টা করেন।
হামলার ঘটনায় একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হামলা–সংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনাটিতে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে, এবং সন্দেহভাজনদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।
মেট পুলিশের তথ্যে জানা গেছে, পেপার স্প্রে ব্যবহারসহ পুরো ঘটনাটি এমন কয়েকজন ব্যক্তির মধ্যে বিবাদের জের, যারা পরস্পরকে আগে থেকেই চিনতেন। সেই তর্ক দ্রুতই সহিংসতায় রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে, আক্রান্তদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলছে। বাকি ১৬ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার অতিরিক্ত তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করেছে। কেউ যদি সরাসরি আক্রান্ত হয়ে থাকেন, তাদেরও যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

