ব্রাজিলের রিও ডি জেনিরোতে ক্যারিওকা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে দুকি দে কাশিয়াসের বিপক্ষে জয়সূচক গোলের সঙ্গে পেরোলাস নেগরাস নিশ্চিত করেছে ১০০টি গাছ রোপণের অঙ্গীকার। গোলটি করেন দলের মিডফিল্ডার পেপে।
২০২৩ সাল থেকে শুরু হওয়া এই অনন্য উদ্যোগে প্রতিটি গোলের সঙ্গে স্থানীয় প্রজাতির ১০০টি গাছ রোপণ করা হয়। এই কর্মসূচি মূলত রিও ডি জেনিরোর দক্ষিণাঞ্চল ও প্যারাইবা উপত্যকার ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্বনায়নের অংশ।
ম্যাচ শেষে গোলদাতা পেপে বলেন, “আমি আশা করি, আমরা হাজার হাজার গাছ লাগাতে পারব। পৃথিবীকে বাঁচাতে আমাদের সবাইকে ভাবতে হবে।”
এই ক্যাম্পেইনে ক্লাবের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-২০ দল অংশ নিচ্ছে। গত দুই বছরে এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে, যা প্রায় ১৯টি ফুটবল মাঠের সমান এলাকা দখল করেছে। চার বছরের মধ্যে এই এলাকা একটি ক্ষুদ্র বনাঞ্চলে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।
এখন এই প্রকল্প শুধু গাছ রোপণেই সীমাবদ্ধ নেই। পরিবেশ নিয়ে সচেতনতা তৈরির জন্য চালু হয়েছে শিক্ষা কার্যক্রম। এতে ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন।
ক্লাবটির পরিবেশ সমন্বয়কারী লুইজ ওটাভিও সিলভা জানান, “ক্লাবের দায়িত্ব রয়েছে পরিবেশের ক্ষতি পুষিয়ে দেওয়ার। শুধু ক্ষতিপূরণ নয়, খেলোয়াড়দের যুক্ত করে আমরা বুঝিয়ে দিতে চাই— ভবিষ্যতের জন্য আমাদের কিছু রেখে যেতে হবে।”
সম্প্রতি ক্লাবটি পশুপালনের জন্য ব্যবহৃত জমিতে গাছ রোপণে অংশ নিয়েছে। এই জমি দান করেছে একটি দাতব্য সংস্থা। সেখানে খেলোয়াড়েরা কাজ করেছে রিও ডি জেনিরোর সরকারি পানি ও স্যানিটেশন বিভাগ ‘সেডায়ে’-এর প্রকল্প ‘রেপ্লান্তান্ডো ভিদা’র সঙ্গে।
এই প্রকল্পে সেমি-ওপেন কারাগারের বন্দীরাও অংশ নিচ্ছেন। তারা শুধু বেতনই পাচ্ছেন না, বরং প্রতি তিন দিনের শ্রমে এক দিনের কারাদণ্ডও মওকুফ হচ্ছে।
২০০৯ সালে হাইতিতে ব্রাজিলের শান্তি মিশনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত পেরোলাস নেগরাস ২০১৬ সাল থেকে রিও ডি জেনিরোতে ফুটবল খেলায় অংশ নিচ্ছে। ফুটবলের বাইরে সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায়ও তারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১১ জুলাই ২০২৫