12.6 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

প্রত্যেক ইসরাইলি হয়, সন্ত্রাসী নয়, সন্ত্রাসীর সন্তানঃ রানী এলিজাবেথ

ইসরাইলিদের খুব একটা ভালো চোখে দেখতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ‘প্রত্যেক ইসরাইলিকে তিনি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’ মনে করতেন বলে দাবি করেছেন ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

সম্প্রতি লন্ডনে হাইফা’র টেকনিয়ন ইন্সটিটিউট অব টেকনোলজির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। ইসরাইল ইস্যুতে প্রয়াত রানির অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রিভলিন, ‘আমাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল। কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান।’

রানি দ্বিতীয় এলিজাবেথের আমলে বাকিংহ্যাম প্রাসাদে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল উল্লেখ করে রিভেলিন যোগ করেন, ‘তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কোন ইসরাইলি কর্মকর্তাকে বাকিংহ্যাম প্রাসাদে প্রবেশ করতে দিতেন না। শুধু আন্তর্জাতিক কোন উপলক্ষ হলে এর ব্যত্যয় ঘটত।’

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। তবে কখনোই ইসরাইল সফরে যাননি তিনি। তবে বর্তমান রাজা তৃতীয় চার্লস তিনবার ইসরাইল সফর করেছেন। এর মধ্যে ১৯৯৫ ও ২০১৬ সালে যথাক্রমে ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী আইজ্যাক রাবিন ও শিমন পেরেসের শেষকৃত্যে যোগ দিতে ইসরাইল সফর করেন তিনি। আর ২০২০ সালে প্রথমবার আনুষ্ঠানিক সফরে দেশটিতে যান তৃতীয় চার্লস।

রিভেলিনের মতে, রানি দ্বিতীয় এলিজাবেথের তুলনায় রাজা তৃতীয় চার্লস বরাবরই ইসরাইলিদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আচরণ করেছেন।

সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট

এম.কে
১৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

নির্বাচনে জিততে ট্র‍্যাম্পের বিতর্কিত বার্তা

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, শপথ শনিবার

ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য