13.1 C
London
October 8, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী বিচারপতি হচ্ছেন সোমা সাঈদ

আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন সোমা সাঈদ। টাঙ্গাইলের মেয়ে এই বাংলাদেশি-আমেরিকান নারীকে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে এ কৃতিত্ব অর্জন করতে চলেছেন। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ তার বিজয় নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।

গত ৭ আগস্ট কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক জুডিশিয়াল কনভেনশনে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চে শূন্য পাঁচটি পদে বিচারপতি মনোনীত করা হয়। পার্টির প্রেসিডেন্ট ও কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স এদিন আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনীত পাঁচজন হলেন—ইরা গ্রিনবার্গ, সোমা সাঈদ, স্যান্ড্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং এবং গ্যারি মিরেট।

সোমা সাঈদ মাত্র ১২ বছর বয়সে বাবা-মার সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার বাবা আফতাব সৈয়দ ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নিউইয়র্কে উচ্চশিক্ষা শেষ করে তিনি নিজ যোগ্যতায় ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারক নির্বাচিত হন। তখনই তিনি নিউইয়র্ক স্টেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান ও প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব এনওয়াইসি আয়োজিত এক মতবিনিময় সভায় সোমা সাঈদকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। সভায় সভাপতিত্ব করেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি বলেন, “আমেরিকার বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে সোমা সাঈদের মতো মেধাবী বিচারপতির প্রয়োজনীয়তা অপরিসীম।”

সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি গুরদিপ সিং নাড়ুলা, সিভিল কোর্ট জাস্টিস প্রার্থী ইভ চো গুলেরগান, বিচারপতি মনোনীত গ্যারি মিরেট ও ফ্রান্সেস ওয়াং, ইমাম শামসী আলী, অ্যাডভোকেট নাসিরউদ্দিন, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, কমিউনিটি নেতা মিজান চৌধুরী প্রমুখ।

সোমা সাঈদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার বাবা সাংবাদিকতা করতেন, আর তার কর্মনিষ্ঠা আমাকে মানবকল্যাণে কাজ করার প্রেরণা দিয়েছে। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই আমি জয়ী হতে চাই।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে সন্তানের সামনে স্ত্রীকে খুন করা সেই বাংলাদেশি গ্রেপ্তার

টিউনিশীয় উপকূলে নিহত নয় অভিবাসীর আটজনই বাংলাদেশি

লন্ডন অ্যাসেম্বলিতে সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশের মেরিনা