6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রথম রোজায় টাইমস স্কয়ারে শত শত মুসলিমের জমায়েত

রমজান শুরু উপলক্ষে শনিবার নিউইয়র্কের টাইমস স্কোয়ারে শত শত জড়ো হয়েছিল শত শত মানুষ। সেখানে প্রথম দিনের ইফতারে প্রায় ১৫০০ ইফতারি বাক্স বিনিময় হয় বলে জানায় সিবিএস নিউজ।

 

এদিকে ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাওয়া যায় টাইমস স্কয়ারে মুসলিমদের জমায়েতের ছবি ও ভিডিও। ভিডিও আপলোডকারীদের দাবি, টাইমস্কয়ারে এই প্রথমবারের মতো তারাবির নামাজ আদায় হয়েছে।

 

‘মুসলমানদের জন্য, এটি শুধুমাত্র উপবাসের জন্য নয় যাতে আমরা বুঝতে পারি যে যারা খাদ্য নিরাপত্তাহীন তারা কেমন অনুভব করে। আমরা আসলে এটি করছি যাতে আমরা আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আল্লাহর কাছাকাছি এবং আরও বেশি প্রিয় হতে পারি।’ এই কথাগুলো বলেছেন  সমাবেশের আয়োজকদের একজন।

 

একতা এবং অহিংসা প্রচার, সম্পর্কে CBS2-এর সাথে কথা বলেছেন উপস্থিত অনেকেই। তারা বলেন, ‘ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। সমস্ত সংস্কৃতি, সমস্ত ধর্ম জুড়ে মানসিকভাবে অসুস্থ মানুষ আছে, এবং মানুষের সেই ছোট দলগুলি সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না… আমরা প্রার্থনা করতে, উপবাস করতে, ভাল কাজ করতে, দান করতে উৎসাহিত করছি।’

 

৩ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যের বে সিস্টেম সামরিক লক্ষ্যবস্তুতে পরিনত হবেঃ ক্রেমলিন

শ্রমিক সংকট নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার

ব্রিটেনে ড্রাইভিংয়ের সময় ফোন স্পর্শ করলেই আইনের আওতায়!

নিউজ ডেস্ক