9.5 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রধানমন্ত্রী হবার জরিপে অনেক পিছিয়ে পড়েছেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের নির্বাচন দরজায় কড়া নাড়ছে, দেশের ভিতরে তাই নানা ধরনের জরিপ কাজ বিদ্যমান। তাছাড়া ইলেকশনকে সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক বিশ্লেষণ অব্যাহত রয়েছে। সর্বশেষ ইউ.গভ জরিপে কনজারভেটিভ দল সম্ভাব্য ২১% (২৬-২৭ মার্চ থেকে +২) সমর্থন পেয়ে ভোটের হিসাবে পিছিয়ে রয়েছে। যেখানে লেবার দলের সমর্থন ৪০% এ এসে দাঁড়িয়েছে। যদিও গত সপ্তাহের হিসাব হতে তা ২% কম বলে খবরে জানা যায়।

তাছাড়া অন্যান্য দলের মধ্যে লিব ডেম ১০% (+১) এবং গ্রীন পার্টি ৮% সমর্থন পেয়েছে।

ব্রিটিশরা প্রধানমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে রেখেছেন এখন পর্যন্ত কেয়ার স্টারমারকে। তিনি ৩১% জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছেন। কেবল ১৮% মনে করেন ঋষি সুনাক আবারও প্রধানমন্ত্রী হতে পারেন। এছাড়া ৪৩% মনে করেন কে প্রধানমন্ত্রী হবেন সেই ব্যাপারে তারা নিশ্চিত নন।

সূত্রঃ ইউ ডট গভ

এম.কে
২৯ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্যঃঅ্যামনেস্টি

প্রধানমন্ত্রীর দিওয়ালির অনুষ্ঠানে ঢালাও মদ-মাংস, ক্ষুব্ধ ব্রিটিশ হিন্দুরা

রাশিয়াকে নিন্দা জানাতে চীনের প্রতি বরিস জনসনের আহ্বান

অনলাইন ডেস্ক