16.5 C
London
May 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠান হবে মহামারি বিধিনিষেধ মেনে

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ আজ (৯ এপ্রিল) সকালে উইন্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

 

প্রিন্স ফিলিপ গ্রিসের করফু দ্বীপে ১৯২১ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তার বাবা গ্রিস ও ডেনমার্কের প্রিন্স অ্যান্ড্রু ছিলেন হেলেনসের রাজা প্রথম জর্জের ছোট সন্তান। আর প্রিন্স ফিলিপের মা প্রিন্সেস অ্যালিস ছিলেন লর্ড লুইস মাউন্টব্যাটনের মেয়ে। প্রিন্সেস অ্যালিস ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার নাতনির সন্তান।

 

প্রিন্স ফিলিপের দেহ সেন্ট জর্জের চ্যাপেলে শেষকৃত্য অনুষ্ঠানের আগে উইন্ডসর ক্যাসলে রাখা হবে। রাজকীয় অনুষ্ঠানটি সেন্ট জর্জের চ্যাপেলে করোনা ভাইরাস মহামারি বিধিনিষেধ মেনে অনুষ্ঠিত হবে। ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই অনুষ্ঠান এবং তাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

মহামারির কারণে জনসাধারণকে এই অনুষ্ঠানে অংশ নিতে মানা করা হয়েছে।

 

প্রিন্স ফিলিপের ফিউনারেলের পরদিন সকাল আটটা পর্যন্ত সমস্ত অফিসিয়াল পতাকা অর্ধনমিত করা হবে।

 

রানি এবং তার সন্তান এবং নাতি-নাতনিরা শোকের সময় রাজবাড়ীতেই থাকবেন। রাজপরিবারের এই দুঃখের সময় একে অপরের পাশে থাকবেন বেশ কয়েক সপ্তাহ।

 

যুক্তরাজ্যের সাধারণ জনগণের জন্য জাতীয় শোক পালনের জন্য সময় দেওয়া হবে।

 

 

সূত্র: মিরর
৯ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

রাশিয়ান হ্যাকারদের হামলার শিকার যুক্তরাজ্যের নামী প্রতিষ্ঠান

ল’ উইথ এন রহমান- ২৫ জানুয়ারি ২০২১

Legal advice by M Salim | 25 January

অনলাইন ডেস্ক