TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ফক্স ও নিউজ করপোরেশনের দায়িত্ব ছাড়লেন রুপার্ট মারডক

ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিডিয়া মোঘল-খ্যাত রুপার্ট মারডক। বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া টাইকুনের এ ঘোষণা মিডিয়া জগতে তীব্র ঝাঁকুনি তৈরি করেছে।

সংবাদপত্র সান ও টাইমস সাময়িকীসহ ফক্স নিউজের মতো বিশ্বের শক্তিশালী ভিজুয়াল মাধ্যমের মালিক ৯২ বছর বয়সী রুপার্ট। তার সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

কর্মচারীদের উদ্দেশ্যে ২২ সেপ্টেম্বর এক বিবৃতিতে রুপার্ট মারডক বলেন, আমার পুরো পেশাগত জীবনে প্রতিদিন সংবাদের সঙ্গে জড়িত ছিলাম। এর কোনো পরিবর্তন হবে না।

বর্তমানে নতুন ধরনের ভূমিকা নেয়ার জন্য উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন তিনি।

বৈশ্বিক ক্ষমতা বলয়ে মারডকের যথেষ্ট প্রভাব রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের মতো প্রভাবশালী সংবাদপত্রের মালিক হিসেবে কয়েক দশক ধরে রিপাবলিকান পার্টিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন এই ডানপন্থী ধনকুবের।

মিডিয়ার ইন্ডাস্ট্রির এক যুগসন্ধি মুহূর্তে অবসরের ঘোষণা দিলেন রুপার্ট মারডক। যখন ডিজিটাল দুনিয়ার সঙ্গে লড়ছে প্রথাগত সংবাদমাধ্যম। এছাড়া দ্রুত জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবার সঙ্গে নতুন প্রতিদ্বন্দ্বিতার মাঝে রয়েছে টেলিভিশন ও সিনেমা শিল্প।

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মারডকের চেয়ারম্যান পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্বে ধাক্কা দেবে। রুপার্টের পর ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদে অভিষিক্ত হবে তার ছেলে ল্যাচলান মারডক।

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

অক্সফোর্ড সার্কাসে বিয়ের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নারী

রুয়ান্ডানীতি বাস্তবায়নের জন্য সুয়েলা ব্র্যাভারম্যানের রুয়ান্ডা যাচ্ছেন