20.4 C
London
July 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফরাসি বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটে ইউরোপজুড়ে ভ্রমণ বিপর্যয়, ৩০ হাজার যাত্রীর ছুটি ব্যাহত

ফ্রান্সে বিমান নিয়ন্ত্রকদের দু’দিনব্যাপী ধর্মঘটে ইউরোপজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের এই কর্মসূচিতে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে ফ্রান্সের অভ্যন্তর এবং ফরাসি আকাশসীমা ব্যবহৃত আন্তর্জাতিক রুটে।

বাজেট এয়ারলাইন রায়ানএয়ার জানিয়েছে, শুধু তাদেরই ১৭০টির বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে, ফলে ৩০ হাজার যাত্রীর ছুটির পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। ইজিজেটসহ অন্যান্য বিমান সংস্থাগুলোও এ ধর্মঘটের বিরূপ প্রভাবে ক্ষতির মুখে পড়েছে।

প্যারিসের প্রধান বিমানবন্দরগুলোতে প্রায় এক-চতুর্থাংশ এবং নিস বিমানবন্দরে অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফরাসি অসন্তুষ্টি আরও ঘনীভূত হচ্ছে, কারণ শুক্রবার প্যারিসের শার্ল দ্য গল, অরলি এবং বোভে বিমানবন্দরে ৪০ শতাংশ ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

ধর্মঘট আহ্বান করে নিয়ন্ত্রণকারীদের ইউনিয়ন UNSA-ICNA বলেছে, দীর্ঘদিনের স্টাফ সংকট, ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলা এবং একটি নতুন সময় রেকর্ডিং পদ্ধতি চালুর সিদ্ধান্তই তাদের এই পদক্ষেপে বাধ্য করেছে। সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমাধান না আসায় ধর্মঘট অনিবার্য হয়ে পড়ে।

ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো ধর্মঘটকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়ে বলেন, ছুটির মৌসুমে এই ধরনের শিল্প-আন্দোলন সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। তিনি ইউনিয়নের দাবিকেও যুক্তিসঙ্গত নয় বলে অভিহিত করেন।

রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিরি ধর্মঘটকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “তারা ইউরোপের পরিবারগুলোকে জিম্মি করে ফেলেছে।” তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের হস্তক্ষেপ দাবি করে বলেন, “ধর্মঘট চলাকালে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করা এবং ফরাসি আকাশসীমা দিয়ে যাওয়া ফ্লাইটগুলোকে রক্ষা করা এখন জরুরি।”

ইউরোপের শীর্ষস্থানীয় বিমান সংস্থা সংগঠন A4E এই ধর্মঘটকে ‘সহ্য করা অসম্ভব’ আখ্যা দিয়ে বলেছে, ছুটির মৌসুমে এমন সময়কার এই অচলাবস্থায় লাখো যাত্রীর পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হবে। ইজিজেটও এক বিবৃতিতে এই পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছে।

অন্যদিকে, রায়ানএয়ার জানিয়েছে, চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণেও গত মাসে তাদের ৮০০টির বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে জুন মাসেই তারা মোট ১ লাখ ৯ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা প্রমাণ করে ধর্মঘট ও সংকট সত্ত্বেও তাদের ১ শতাংশেরও কম ফ্লাইট প্রভাবিত হয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইসলাম নিয়ে কটূক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

ইসরায়েলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ডব্লিউএইচও প্রধান

ইনসমনিয়ায় ভুগছেন কিম জং উন