4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ফার্স্ট টাইম বায়ারের জন্য আয়ের ছয় গুণ ঋণ সুবিধা দিবে ইউকে ব্যাংক

বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠান ফার্স্ট টাইম প্রপার্টি বায়ারদের আকৃষ্ট করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। কিছু মর্গেজ ল্যান্ডার ও বিল্ডিং সোসাইটি প্রথমবারের ক্রেতাদের তাদের আয়ের ছয় গুণ ঋণ সুবিধা প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের বৃহত্তম বিল্ডিং সোসাইটি জানিয়েছে , মঙ্গলবার থেকে ফার্স্ট টাইম প্রপার্টি বায়ারদের ৫% ডিপোজিটে তাদের আয়ের ছয়গুণ পর্যন্ত মর্গেজ ঋণ প্রদান করবে। তবে এটি কেবল পাঁচ বা ১০ বছরের স্থির-হারের চুক্তি গ্রহণকারীদের জন্য কার্যকরী হবে।

তথ্যমতে জানা যায়, আবেদনকারীদের তুলনামূলকভাবে কঠোর মানদণ্ড পূরণ করতে হবে। যা স্বতন্ত্রভাবে মূল্যায়ন করা হবে।

গত কয়েক বছর হতে ঝুঁকিপূর্ণ গ্রহীতাদের বিষয়ে ব্যাংক সমূহ তাদের কঠোরনীতি প্রবর্তন করেছিল। ঋণদাতা প্রতিষ্ঠান সমূহ প্রায় ২০ বছর আগে থেকে যুক্তরাজ্যের আর্থিক সংকটের কারণে মর্গেজ প্রদানের ব্যাপারে অনেক সতর্ক হয়ে যায়।

লসন ফিনান্সিয়ালের ব্রোকার মিশেল লসন বলেন, ঋণদাতারা ব্যবসায়কে আকৃষ্ট করার জন্য তাদের প্রস্তাবকে বৈচিত্র্যময় করেছেন।

আয়ের ছয় গুণ মর্গেজ প্রদানের পদক্ষেপটি বিল্ডিং সোসাইটিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন হতে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যে প্রপার্টি কিনতে হলে সাধারণত গ্রাহকরা মর্গেজ ল্যান্ডার ও বিল্ডিং সোসাইটি কর্তৃক ২৫ বছর হতে ৪০ বছর পর্যন্ত বন্ধকে আবদ্ধ হতে হয়।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের মসজিদগুলোকে পানশালায় পরিণত করার আহ্বান ফারাজের প্রচারণা শিবিরে

বিলেতে বাড়ি বেচাকেনা: প্রোপার্টি সার্ভে

নিউজ ডেস্ক

‘পরিবর্তন শুরু এখনই’, দায়িত্ব নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার