23.6 C
London
May 12, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

ফেসবুকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আইনি নোটিশ

আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে বাংলাদেশ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তি এই নোটিশ পাঠান।

 

সময় অনলাইনে বলা হয়, রেজিস্ট্রার ডাকযোগে বাংলাদেশ টেলি কমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরটি) চেয়ার‌ম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব (জন নিরাপত্তা), ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারীদের আইনজীবী তাপস কান্তি বল।

 

নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে বলা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থাগ্রহণ না করা হলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

 

১৮ নভেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন

হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া নেই, বাড়ছে হজ নিবন্ধনের সময়

সিলেট মেয়র ইলেকশন আটকে আছে ‘আরিফে’