ফ্রান্সের উগ্র ডানপন্থি রাজনৈতিক নেত্রী মেরি লা পেন (Marine Le Pen) আগামী ৫ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ হয়েছেন। ফলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।
ইউরোপিয়ান তহবিল আত্মসাৎ-এর অভিযোগে আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন, যার মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। ফলে তিনি আসলেই জেলে যাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে জেলে না গেলে তাকে ইলেকট্রনিক ট্যাগ পরার মতো বিধিনিষেধ মেনে চলতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেরি লা পেন এবং তার দল ন্যাশনাল র্যালি (RN) ইউরোপীয় পার্লামেন্টের তহবিলের অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রায়ের ফলে ফ্রান্সের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, কারণ লা পেন ছিলেন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।
সূত্রঃ বিবিসি
এম.কে
০১ এপ্রিল ২০২৫