15.4 C
London
September 10, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সে জোরালো হচ্ছে ‘ব্লক এভরিথিং’ আন্দোলন, ৮০ হাজার পুলিশ মোতায়েন

অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় থাকা ফ্রান্সে শুরু হয়েছে ‘ব্লক এভরিথিং’ আন্দোলন। বুধবার (১০ সেপ্টেম্বর) আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে অন্তত ৮০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে।

মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্ব এবং কঠোর নীতির জন্য ক্ষুব্ধ জনতা অনলাইনে বিক্ষোভ আহ্বানের পর হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা দেশজুড়ে স্বাভাবিক কার্যকলাপে বাঁধা দেওয়ার পরিকল্পনা করছে।

সংসদীয় আস্থা ভোটে ফ্রাঁসোয়া বেয়রোকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ এবং সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী করার দুই দিন পর ‘ব্লক এভরিথিং’ নামের এই আন্দোলন ব্যাপক সাড়া জাগিয়েছে।

বুধবার কমপক্ষে ৮০টি স্থানে বিক্ষোভ এবং ১৬টি স্থানে অবরোধ করা হয়। প্যারিসসহ রেনেস, ন্যান্টেস, গ্রেনোবল, লিয়ন, লিল, কেন এবং তুলুসের মতো প্রধান শহরগুলোতে প্রতিবাদের তীব্রতা দেখা যায়।

একটি শহরে আন্দোলনের প্রথম দিকে উত্তেজিত জনতা আবর্জনার ক্যান ভেঙে ফেলে এবং যান চলাচল বন্ধ করে দেয়। প্যারিসের একটি রেল স্টেশনের কাছে বিক্ষোভকারীরা সরাসরি পুলিশের মুখোমুখি হলে উত্তেজনা আরও বেড়ে যায়।

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া ক্ষোভের মধ্যে ১০ সেপ্টেম্বর নাগরিকদের ‘সবকিছু ব্লক’ করার আহ্বান জানানো হয়। এর লক্ষ্য ছিল বিদায়ী প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়ারুর জাতীয় বাজেট পরিকল্পনার বিরোধিতা করে দেশকে থামিয়ে দেওয়া।

অতি-বামপন্থী ফ্রান্স আনবোউড (এলএফআই) দলের সমর্থনে আন্দোলন গতি লাভ করে। এই আন্দোলনের সূত্রপাত হয় একটি ছোট অনলাইন গ্রুপ ‘লেস এসেনটিয়েলস’ থেকে। সেখানে এক পোস্টে বলা হয়, ‘১০ সেপ্টেম্বর আমরা সবকিছু বন্ধ করে দেব, পালানোর জন্য নয়, না বলার জন্য নয়।’

ইতোমধ্যে ফরাসি ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো সরকারের বাজেট প্রস্তাবের প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর দেশজুড়ে এক সমাবেশ দিবসের ডাক দিয়েছে।

এরই মাঝে গত সোমবার জাতীয় পরিষদে আস্থা ভোটে প্রধানমন্ত্রী হেরে যাওয়ার পর দেশটি ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি। দেশটির বাজেট ঘাটতি ইইউ’র অন্যতম বৃহত্তম, অর্থাৎ ৫.৮%। ফরাসি বর্তমান রানৈতিক উত্তেজনায় বাজেট আলোচনা একটি প্রধান ‘স্ফুলিং’ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

তহবিল ঘটতিঃ রোহিঙ্গাদের খাদ্য ভাউচারের পরিমাণ কমাচ্ছে ডব্লিউএফপি

‘ভুতের বেশে’ পার্লামেন্টে এমপি, বের করে দেওয়া হলো টেনে-হিঁচড়ে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স