10.1 C
London
April 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ফ্রান্সে সনাক্তের পর নতুন ভ্যারিয়েন্ট এবার যুক্তরাজ্যে

করোনা ভাইরাসের একটি নতুন রূপ ইতোমধ্যেই যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর একারণে ব্রিটিশদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

 

এক্সপ্রেস জানায়, দক্ষিণ ফ্রান্সে ‘একটি নতুন রূপের উত্থান’ নিয়ে বিজ্ঞানীরা বিপদের ঘণ্টা বাজানোর পরে এ খবর আসে। একই অঞ্চলে ১২ জন রোগীকে পাওয়া যায় যাদের পরীক্ষাগুলি “একটি অ্যাটিপিকাল সংমিশ্রণ” দেখিয়েছে। ইনডেক্স কেসটি ক্যামেরুন ভ্রমণ থেকে ফিরে এসেছিল এবং এটি আফ্রিকান দেশে উদ্ভূত হতে পারে বলে পরামরর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

জানা যায়, এই ভ্যারিয়েন্টের অফিসিয়াল নাম B.1.640.2। যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইতোমধ্যেই যুক্তরাজ্যে এর অন্তত দুটি কেস পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

 

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) মন্তব্য করেছে: “আমরা যুক্তরাজ্যে B.1.640-এর অল্প সংখ্যক কেস সম্পর্কে সচেতন এবং অক্টোবরের শেষ থেকে বিশেষভাবে এই বিশেষ রূপটি পর্যবেক্ষণ করছি।

 

“যেহেতু ভাইরাসের প্রকৃতিতে প্রায়শই এবং এলোমেলোভাবে পরিবর্তিত হয়, তাই নতুন সেটের মিউটেশন সমন্বিতভাবে অল্প সংখ্যক ক্ষেত্রে উদ্ভূত হওয়া অস্বাভাবিক নয়।

 

৫ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত ফাইজার সিইও

নোভাভ্যাক্সের টিকা করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে কার্যকর

আর্জেন্টিনার পত্রিকায় বাংলাদেশের জয়ের খবর