2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বছরে দুইবার বেতন বাড়াচ্ছে পোল্যান্ড

বছরে দুইবার বেতন বাড়াচ্ছে পোল্যান্ড সরকার। চলতি বছরের জানুয়ারিতে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩ হাজার ৪৯০ জলোটি করা হয়েছে। আগামী জুলাইতে আবার বাড়িয়ে ৩ হাজার ৬০০ জলোটি করা হবে।

আজ শনিবার দেশটির পরিবার ও সামাজিক নীতিমন্ত্রী মারলেনা মালাগ এ তথ্য জানান।

 

 

 

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিএমপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতিমন্ত্রী মালাগ বলেন, ‘আগামী বছর ন্যূনতম মজুরি ৪ হাজার ২০০ জলোটির উপরে হবে। দুই ধাপে এই মজুরি বাড়ানো হবে। প্রথম ১ জানুয়ারি, দ্বিতীয়বার ১ জুলাই। চলতি বছরও একই পদ্ধতিতে বাড়ানো হয়েছে এবং হবে।

পোল্যান্ডে সাম্প্রতিক মাসগুলোতে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ দশমিক ৪ শতাংশে পৌঁছায়। যদিও এপ্রিলে এই হার কমে দাঁড়ায় ১৪ দশমিক ৭ শতাংশে। এ অবস্থায় ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টিকে এই বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে হবে।

 

আরো পড়ুন

স্তন ক্যান্সার সনাক্তে আসছে এআই-সমর্থিত স্ক্রিনিং ব্যবস্থা

পৃথিবীতে এমন দেশে আছে যেখানে মশা নেই

ফের ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা

নিউজ ডেস্ক