2.2 C
London
November 21, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

বন্ধ হচ্ছে দুবাই বিমানবন্দর, কার্যক্রম চলে যাবে আল মাকতুমে

আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থানান্তর হয়ে চলে যাবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল রোববার আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে বলেছে, সম্পূর্ণরূপে চালু হলে আল মাকতুম বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি। আগামী ১০ বছরের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমই চলে যাবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে বলেছে, আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নির্মাণ শেষ হওয়া পর্যন্ত বার্ষিক প্রায় ১০ কোটির বেশি যাত্রী পরিবহনে কাজ করে যাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

দুবাই–ভিত্তিক এমিরেটস এয়ারলাইনস আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি পোস্ট করে বিমানবন্দরটিকে ‘ভবিষ্যতের বাড়ি’ বলে অভিহিত করেছে।

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের মধ্যে সর্বাধিক ধারণক্ষমতাসম্পন্ন এবং এটির আয়তন হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।

উপসাগরীয় দেশটির অর্থনৈতিক কেন্দ্র দুবাই হলেও, শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।

সূত্রঃ খালিজ টাইমস

এম.কে
৩০ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

বিভিন্ন দেশ হতে এক হাজার নার্স নিয়োগ দিচ্ছে সৌদি

অবশেষে যুদ্ধবিরতি, গাজায় উদযাপন

হজযাত্রীদের জন্য প্রথমবারের মতো স্যানিটাইজিং তসবিহ চালু করল সৌদিয়া এয়ারলাইন্স