13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বরিস জনসনকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে চান জনগণ!

২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শনিবার, ২৩ জুলাই মধ্যাহ্ন পর্যন্ত চলা একটি ভোটে, Express.co.uk পাঠকদের জিজ্ঞাসা করেছিল: ’বরিস জনসন কি প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন?’

 

১৪ হাজার ৫১ জন পাঠক বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে তাদের ভোট দিয়েছেন, ৮৫ শতাংশ (১২,০০৪ জন) ’হ্যাঁ’ ভোট দিয়েছেন, মি: জনসনকে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহাল করা উচিৎ বলে মনে করেন তারা।

 

বরিস জনসন ৭ জুলাই পদত্যাগ করেন। পররাষ্ট্র সচিব লিজ ট্রাস এবং প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাককে জনসনের স্থলাভিষিক্ত করার জন্য চূড়ান্ত দুই প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে, তবুও হাজার হাজার মানুষ এখনো বরিস জনসনকেই ১০ নম্বরে থাকার আহ্বান জানাচ্ছেন।

 

জনসনের পদত্যাগ গ্রহণ করা উচিত কিনা সে বিষয়ে ভোটের আহ্বান জানিয়ে ৭৬০০ জনের বেশি টোরি সদস্য একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

 

পিটিশনটি টোরি দাতা লর্ড ক্রুডাস এবং প্রাক্তন কনজারভেটিভ এমইপি ডেভিড ক্যাম্পবেল ব্যানারম্যান দ্বারা সংগঠিত হয়েছিল।

 

লর্ড ক্রুডাস বলেছেন: ‘সংখ্যালঘু এমপিদের দ্বারা বরিস জনসনকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ গভীরভাবে গণতন্ত্রবিরোধী। এটি দেশ এবং কনজারভেটিভ পার্টির সদস্যদের ইচ্ছাকে অস্বীকার করে, যারা তাকে নির্বাচিত করেছিল।

 

এটি একটি অভ্যুত্থানের পরিমাণ। আধুনিক গণতন্ত্রের জন্মস্থান ব্রিটেনে এটা ঘটতে পারে বলে আমি লজ্জিত। যদি এটাই রাজনীতি হয়ে যায়, আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশকে আমি আর চিনতে পারছি না।’

 

তিনি আরো বলেন: ‘আমি প্রধানমন্ত্রীকে পরবর্তী দলের নেতা হওয়ার দৌড়ে একজন প্রার্থী হিসাবে দেখতে চাই না। আমি চাই আমরা প্রথমে তার পদত্যাগপত্র গ্রহণ করব কিনা তা নিয়ে একটি ভোট হোক। যদি আমরা না করি – এবং আমি দৃঢ়ভাবে আশা করি যে এটি হবে – এটি প্রত্যাহার করা হবে।

 

বরিসের প্রাক্তন সহযোগী টিম মন্টগোমেরি দাবি করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ফিরে আসবেন। তিনি বলেন: ‘বরিস সহযোগীদের বলছেন যে তিনি এক বছরের মধ্যে আবার প্রধানমন্ত্রী হবেন।’

 

২৪ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

বৃটেনে ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল

ফার্স্ট টাইম বায়ারের বাড়ি কেনার সুযোগ-সুবিধা (দ্বিতীয় পর্ব)

অনলাইন ডেস্ক

কোম্পানির বার্ষিক সভায় অংশ নিতে এসে যুক্তরাজ্য প্রবাসী সাত ব্যবসায়ী গ্রেপ্তার