চলতি মাসেই ভারত সফরের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আপাতত সেই সফর বাতিল না হলেও করোনা পরিস্থিতির কথা চিন্তা করে তাতে কাটছাঁট করা হয়েছে। একাধিক কর্মসূচি বাতিল হয়েছে। অর্থাৎ, আগের তুলনায় সফর সূচি অনেকটাই কমানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। প্রায় প্রতিদিন রেকর্ড গড়ছে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের দিক থেকেও বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
বর্তমানে ভারতে করোনা যে একাধিক স্ট্রেন পাওয়া গিয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ব্রিটেন স্ট্রেন। মূলত ব্রিটেন বা ইউরোপ থেকে আগত যাত্রীদের মাধ্যমেই ওই স্ট্রেনটি ভারতে ছড়িয়ে পড়েছে। এটির সংক্রমণ ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি।
এদিকে যুক্তরাজ্যর বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের ভারতীয় রূপান্তরটিকে নিয়ে আরো সতর্ক হওয়া উচিত যুক্তরাজ্যের।
ইমিউনোলজির অধ্যাপক ড্যানি আল্টম্যান বলেন, আমি মনে করি ভারতকে লাল তালিকাভুক্ত করা উচিত। কোভিড সংক্রমণের কথা চিন্তা করে ভারতীয়দের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা উচিত।
এর আগে চলতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সময় ইউকেতে ব্রিটেন স্ট্রেনের কথা চিন্তা করে সেই কর্মসূচি স্থগিত করেন বরিস জনসন।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড
১৭ এপ্রিল ২০২১
এসএফ