9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বলিউড বাদশা শাহরুখ খান বিলিয়নিয়ার ক্লাবে, সম্পদ ছাড়াল ১.৪ বিলিয়ন ডলার

বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ারদের তালিকায় প্রবেশ করেছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় £১.০৩ বিলিয়ন পাউন্ড)। এর মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে ধনী বিনোদন ব্যক্তিত্বদের কাতারে যোগ দিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক সাফল্যের ফলে শাহরুখ খানের সম্পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। হুরুন জানিয়েছে, “বলিউডের বাদশা শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন, যার সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি রুপি।”

এই পরিমাণ সম্পদ তাকে গায়িকা রিহানা ও গলফার টাইগার উডসের সমান স্তরে অবস্থান করিয়েছে। তিনি এখন আর্নল্ড শোয়ার্জনেগার ও জেরি সাইনফেল্ডের চেয়ে এগিয়ে, যদিও টেলর সুইফটের $১.৬ বিলিয়ন সম্পদের চেয়ে খানিকটা পিছিয়ে আছেন। ফোর্বস অনুযায়ী, আমেরিকান অভিনেতা ও প্রযোজক টাইলার পেরির সম্পদও শাহরুখের সমান—$১.৪ বিলিয়ন।

ভারতে তিনি এখন সর্বোচ্চ ধনী চলচ্চিত্র তারকা। তালিকায় তার পরেই আছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার ($৮৮০ মিলিয়ন), ঋত্বিক রোশন ($২৬০ মিলিয়ন), করন জোহর ($২০০ মিলিয়ন) এবং অমিতাভ বচ্চন ($১৮৩ মিলিয়ন)।

বিশ্লেষকদের মতে, শাহরুখ খানের এই বিশাল সম্পদের মূল ভিত্তি তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা। অভিনয়ের পাশাপাশি তিনি মালিক রেড চিলিজ এন্টারটেইনমেন্ট—ভারতের অন্যতম সফল প্রযোজনা সংস্থা—এবং নাইট রাইডার স্পোর্টস, যা কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর মালিক।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনাইদ বলেন, “শাহরুখ খানের বিলিয়নিয়ার মর্যাদা মূলত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নাইট রাইডার স্পোর্টসে তার মালিকানার ফল।” তিনি আরও উল্লেখ করেন, “ভারতের অর্থনীতি নতুন পর্যায়ে প্রবেশ করছে—যেখানে বিনোদন ও সৃজনশীল খাত নতুন সম্পদ সৃষ্টির মূল চালিকাশক্তি হয়ে উঠছে।”

২০২৩ সালে শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’ দেশীয় বক্স অফিসে প্রায় £৮৩.৭ মিলিয়ন পাউন্ড আয় করে। চলতি বছর তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান।

ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এ তার অনুসারী সংখ্যা এখন প্রায় ১০ কোটি, যা তাকে ভারতের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্বে পরিণত করেছে। বলিউডের রাজা থেকে বৈশ্বিক বিলিয়নিয়ার—শাহরুখ খানের এই যাত্রা এখন ভারতীয় সাফল্যের এক উজ্জ্বল প্রতীক।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
০৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

১৮ বছর পর স্ট্রোক রোগীকে কথা বলাল এআই

পেপসি সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করছে, নিউইয়র্কে মামলা

গাজায় প্রতিবন্ধী তরুণকে কুকুর লেলিয়ে হত্যা করল ইসরায়েলি সেনারা