বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের সদর দফতার এ ঋণ ঘোষণা করে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে এই ঋণ।
বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। একইসঙ্গে ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখবে ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।
৭ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক