TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল ওমান

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ওমান। মঙ্গলবার ৩১শে অক্টোবর এই ঘোষণা দেয় রয়াল ওমান পুলিশ(আর ও পি)।

সংস্থাটি জানিয়েছে আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে।

আরওপি নিশ্চিত করেছে ওমানে ট্যুরিস্ট ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন কর‍তে পারতেন। তবে এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় চাইলে আসতে পারবেন তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।

এম.কে
০১ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

‘ফোনে আপা আপা বলা’ আ. লীগকর্মী তানভীর বহিষ্কার

মেক্সিকোর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

অস্ত্রধারী রুশ সেনাকে তিরস্কার করে ভাইরাল ইউক্রেনের নারী!

অনলাইন ডেস্ক