4 C
London
January 22, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশফিচারশীর্ষ খবর

বাংলাদেশি আন্তর্জাতিক ভ্রমণকারীরা দুর্বল পাসপোর্টের কারণে হয়রানির শিকার

বাংলাদেশি যাত্রীরা বিমানবন্দরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, এমনকি তাদের কাছে থাকা ‘দুর্বল’ পাসপোর্টের কারণে সমস্ত প্রয়োজনীয় এবং বৈধ কাগজপত্র হাতে থাকা সত্ত্বেও – যা অবশ্যই কখনও ব্যাখ্যা করা হয় না, শুধুমাত্র ‘নিরাপত্তা প্রোটোকল’ হিসাবে চিহ্নিত করা হয়।

 

পাসপোর্টের শক্তি কতটি দেশে ভিসা ছাড়া পাসপোর্ট প্রবেশ করতে পারে তার দ্বারা নির্ধারিত হয়। একজন ভ্রমণকারীর জন্য, এর অর্থ হল কতগুলি দেশের জন্য সে একটি টিকিট কিনতে পারে, একটি বৈধ পাসপোর্ট বহন করতে পারে এবং শুধু বিমানবন্দরের (বা জল এবং স্থল সীমান্ত) ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হতে পারে৷

 

বার্ষিক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২১-এ ৪০টি ভিসা-মুক্ত ভ্রমণ গন্তব্য সহ বাংলাদেশি পাসপোর্ট ১০৮তম স্থানে রয়েছে।

 

বাংলাদেশিরা লক্ষ্য করেছেন প্রায়শই বিভিন্ন পাসপোর্টধারী যাত্রীরা তাদের আগে এবং পরে দাঁড়ানো থাকে, যখন তাদের আলাদা করা হয়, এমনকি দলগতভাবে ভ্রমণ করার সময়ও তাদের বিরক্ত করা হয়।

 

ঢাকার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ঘূর্ণি এ পর্যন্ত ১৩টি দেশ ভ্রমণ করেছেন। আর শুধু বিদেশি বিমানবন্দর নয়, এমনকি বাংলাদেশি অভিবাসন কর্মকর্তারাও ছাড় দিচ্ছেন না বিরক্ত করার ক্ষেত্রে। ‘আমার একক ভ্রমণে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার স্বামী বা প্রেমিক আছে কি না,’ ঘূর্ণি বলেন।

 

কখনও কখনও বিশ্বের কিছু অংশে বাংলাদেশি পাসপোর্ট দেখতে কেমন তা বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে অবগত নয়। ‘আমি দেখেছি যে তারা আমার পাসপোর্টটিকে কীভাবে দেখে যেন এটি জাল’ বলেন তাসনিম ফেরদৌস, যিনি বর্তমানে কানাডার উইনিপেগে আর্কিটেকচারে মাস্টার্স করছেন৷

 

তিনি একটি পত্রিকার ইন্টারভিউয়ে বলেন, ‘লাওস বিমানবন্দরে আমাকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়েছিল, কারণ তারা ভেবেছিল আমি সেখানে অবৈধভাবে ছিলাম।’ ফেরদৌস আরো বলেন, যত যাই হোক না কেন, ভ্রমণকারীদের তাদের পাসপোর্টের ভিত্তিতে স্টেরিওটাইপ এবং জাতিগত প্রোফাইলিংয়ের শিকার হওয়া উচিত নয় কোনভাবেই।’

 

২ জুলাই ২০২২
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

আরো পড়ুন

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের অভিনব কৌশল

অনলাইন ডেস্ক

সৌদি প্রবাসী ব্যবসায়ীরা নিবন্ধিত না হলে শাস্তি

অনলাইন ডেস্ক

আমিরাতে ভিসা পরিবর্তন জটিলতায় বাংলাদেশি প্রবাসীরা