9.4 C
London
January 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের ইউরোপে ৯৬% আবেদন বাতিলঃ তৃতীয় সর্বোচ্চ দেশ

বাংলাদেশের নাগরিকরা ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশে আশ্রয় প্রক্রিয়ায় বিপুল অসফলতার সম্মুখীন হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (EUAA) তথ্য অনুযায়ী, মোট ৪৩,২৩৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন, যার প্রায় ৯৬% বাতিল হয়েছে। এই হার বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ বাতিলের দেশ হিসেবে স্থান দিয়েছে।

আবেদনের মধ্যে ইতালি ছিল প্রধান গন্তব্য, যেখানে মোট আবেদনগুলোর ৭৭% (৩৩,৪৫৫টি) জমা পড়েছে। এরপর ফ্রান্সে ৬,৪২৯টি এবং আয়ারল্যান্ডে ১,০০৬টি আবেদন নথিভুক্ত হয়েছে। বাংলাদেশিদের মঞ্জুরির হার ছিল মাত্র ৩.৯%, যা ইউরোপীয় দেশগুলোর গড় আশ্রয় মঞ্জুরি হারের তুলনায় অনেক কম।

বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে অধিকাংশই যুবক ও মধ্যবয়সী পুরুষ। রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন, কর্মসংস্থানের অভাব এবং দারিদ্র্য মূল কারণে তাঁরা আশ্রয়ের আবেদন করেছেন। তবে উচ্চ বাতিল হার বাংলাদেশের প্রবাসী নাগরিকদের জন্য হতাশাজনক পরিস্থিতি তৈরি করেছে।

এই পরিস্থিতিতে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশিদের আশ্রয় প্রার্থীদের অধিকারের বিষয়টি গুরুত্বসহকারে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশের ভিতরে রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের নাগরিকদের বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ বাড়াতে সহায়ক হবে।

পরিসংখ্যান:

মোট বাংলাদেশি আশ্রয় আবেদন (২০২৪): ৪৩,২৩৬

ইতালিতে জমা আবেদন: ৩৩,৪৫৫ (৭৭%)

ফ্রান্সে জমা আবেদন: ৬,৪২৯

আয়ারল্যান্ডে জমা আবেদন: ১,০০৬

আশ্রয় মঞ্জুরি হার: ৩.৯%

সূত্রঃ ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম

এম.কে
২৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নিঃ রিজভী

কানাডার কূটনীতিককে পাল্টা বহিষ্কার করে ভারতের ‘আল্টিমেটাম’

পুতিনের পতন হবে এবং আমি ফিরে আসবঃ ইউলিয়া নাভালনায়া