13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

বাংলাদেশি পাসপোর্ট পেলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার জুলকারনাইন

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। গত ১২ অক্টোবর ইংল্যান্ড থেকে এসেছিলেন বাংলাদেশে। যোগ দিয়েছিলেন বাংলাদেশ অ-২৩ জাতীয় দলের ক্যাম্পে। বাংলাদেশে আসার ছয়দিনের মধ্যেই হাতে পেলেন বাংলাদেশী পাসপোর্ট। এর ফলে এখন আর বাংলাদেশের হয়ে মাঠে নামতে কোন অসুবিধা নেই এই তরুণ ফুটবলারের। এছাড়া বাংলাদেশে ঘরোয়া ফুটবলে খেলতেও আর বাধা নেই তার।

 

২০২২ সালের জুনে উজবেকিস্তানের মাঠে গড়াবে এএফসি অ-২৩ এশিয়ান কাপ। তার আগে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাছাইপর্ব। আর এই উপলক্ষে আবাহনী লিমিটেডের মাঠে মারুফুল হকের অধীনে গত মাসে শুরু হয়েছে বাংলাদেশ অ-২৩ দলের অনুশীলন। অনুশীলন শুরুর দিকে পাসপোর্ট জটিলতায় দেশে আসতে পারেনি ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী ফরোয়ার্ড জুলকারনাইন।

 

ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলেন জুলকারনাইন। তার বাবা-মায়ের বাড়ি সিলেটে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে অনেক আলোচনাও চলছে।

 

আগামী ২৭ অক্টোবর শুরু হবে অ-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের গ্রুপ পর্ব। যেখানে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর। বাংলাদেশের সব ম্যাচ কুয়েতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে যাচ্ছে স্বাগতিক দেশ। কুয়েতে না হয়ে এই ডি-গ্রুপের ম্যাচগুলো হতে পারে উজবেকিস্তানে। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

 

১৯ অক্টোবর ২০২১
সূত্র: জনকণ্ঠ

আরো পড়ুন

আর্টের ধরন বদলে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা

কানাডায় খালিস্তান আন্দোলনের আরেক নেতা গুলিতে নিহত

Proof of income for property mortgage