2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য জাপানের মেক্সট বৃত্তি

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বৃত্তি দিবে জাপান সরকার। বাংলাদেশ শিক্ষকেরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন চলমান রয়েছে।

‘মেক্সট ২০২২ টিচার্স ট্রেইনিং স্টুডেন্টস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিতদের পড়াশোনার কোনো ধরনের খরচ লাগবে না। টিউশন ফি, মাসিক উপবৃত্তি, ভ্রমণ খরচ ও গবেষণা ভাতা প্রদান করা হবে। বৃত্তির সময়সীমা দেড় বছর।

জাপানের মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স এন্ড টেকনোলজি (মেক্সট) এ স্কলারশিপের অর্থায়ন করে থাকে। এজন্যই এটি মেক্সট বৃত্তি নামে পরিচিত। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে স্কুল শিক্ষার উপর গবেষণা পরিচালনা করতে চান এমন শিক্ষকদের জন্যই এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।

সুযোগ সুবিধাসমূহ:

প্রশিক্ষণ প্রোগ্রামের সকল একাডেমিক খরচ বহন করবে জাপান সরকার।

উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ লক্ষ ৪৩ হাজার ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।

ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

গবেষণা ভাতা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

বাংলাদেশের নাগরিক হতে হবে।

১৯৮৭ সালের ২ এপ্রিলের পর জন্মগ্রহণকারীরা আবেদনের যোগ্য।

আবেদনকারীদের প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বর্তমানেও প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে কর্মরত রয়েছেন এমন।

জাপানি সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে।

প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসার ইচ্ছা থাকতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

অনলাইনে ‘রোমান্স স্ক্যাম’, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রলোভনে প্রতারিত ৫০ নারী

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার

শাহজালালের নিরাপত্তায় বিমানবাহিনীর ৮৫০ সদস্য