যুক্তরাজ্য বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে তাদের নাগরিকদের সতর্ক করেছে।
আজ ৩ ডিসেম্বর ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশনায় বলেছে, “বাংলাদেশে সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে।”
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, “বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে, যা যুক্তরাজ্যের স্বার্থ এবং ব্রিটিশ নাগরিকদের প্রভাবিত করতে পারে। সন্ত্রাসী দল বা ব্যক্তিরা যুক্তরাজ্য এবং ব্রিটিশ নাগরিকদের লক্ষ্যবস্তু হিসেবে দেখে। সব সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকুন।”
যুক্তরাজ্য আরও বলেছে, সন্ত্রাসী হামলাগুলো নির্বিচারে হতে পারে এবং এতে বিদেশি নাগরিকরা যেসব স্থানে যান যেমন:জনাকীর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশ, সেসব স্থান অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু দল এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে যাদের মতামত ও জীবনধারা তারা ইসলামের বিপরীত বলে মনে করে।
যুক্তরাজ্য আরও অভিযোগ করে বলে,“ কিছু ক্ষেত্রে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা হয়েছে। এতে প্রধান শহরগুলোতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করে হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।”
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলাগুলো ব্যাহত করতে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও বলা হয়েছে, “ পুলিশ ভবন এবং তার আশেপাশের এলাকায় সবসময় সতর্ক থাকুন। বড় জমায়েত এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে এমন স্থান এড়িয়ে চলুন। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন।”
রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্য বলেছে, জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতা হয়েছে। যাতে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছে।
“পরিস্থিতি এখনও অস্থির। বাংলাদেশ জুড়ে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটতে পারে। বিক্ষোভ এবং হরতালের সময় শহরগুলোতে অগ্নিসংযোগ, সহিংসতা এবং ভাঙচুর হতে পারে। বিভিন্ন বিল্ডিং এবং গণপরিবহনে আক্রমণের সম্ভাবনা রয়েছে।”
পুলিশ স্টেশন সম্পর্কেও যুক্তরাজ্য বলে, সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলেছে।
তারা আরও জানায়, “দেশব্যাপী কিছু পুলিশ স্টেশনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বেশিরভাগ স্টেশন পুনরায় চালু হয়েছে, তবে সব পুলিশ কর্মকর্তা এখনও কাজে ফিরে আসেননি।”
সূত্রঃ টিবিএস নিউজ
এম.কে
০৪ ডিসেম্বর ২০২৪