7.6 C
London
December 3, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

বাংলাদেশ পরিস্থিতিকে পুরোপুরি বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানান।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে আমেরিকানদের উদ্দেশে বার্তা দেন।

সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট পদে বিজয়ী হলে তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি আরো জোরদারের অঙ্গীকার করেন।

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় আছে। আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের উপর উন্মত্ত জনতার বর্বর সহিংসতা, হামলা, লুটপাটের তীব্র নিন্দা জানাই।

আমি দায়িত্বে থাকলে কখনো এমনটি ঘটত না।’

বাংলাদেশে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে অন্তর্বর্তী সরকার একে অতিরঞ্জিত বলে অভিহিত করেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ক গত বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘের সত্যানুসন্ধান মিশন বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্ত করছে।

ওই মিশন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগেরও তদন্ত করছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল তার এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও সমালোচনা করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘কমলা ও জো যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে হিন্দুদের অবজ্ঞা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, ইউক্রেন থেকে আমাদের দক্ষিণ সীমান্তে বিপর্যয় হয়েছে। তবে আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে আমরা শান্তি ফিরিয়ে আনবো।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘কমলা হ্যারিস আরো বিধিবিধান ও উচ্চ কর দিয়ে আপনাদের (আমেরিকানদের) ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করবে। অন্যদিকে আমি কর, বিধিবিধান কমিয়েছি, আমেরিকান শক্তি প্রকাশ করেছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটি আবার করব এবং আগের চেয়ে আরও বড় পরিসরে ও ভালোভাবে করবো। এবং আমরা আমেরিকাকে আবার মহান রাষ্ট্রে পরিণত করবো।’

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি আশা করি, আলোর উৎসব মন্দের বিপরীতে ভালোর বিজয়ের দিকে নিয়ে যাবে।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

চুরির অভিযোগ, পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

ফিলিস্তিনিদের জন্য ইউক্রেন-স্টাইলের ভিসা স্কিম চালু করার দাবি দাতব্য সংস্থার

৫২৭ ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন