7.5 C
London
November 17, 2024
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাংলাদেশে সহিংসতা বন্ধ করতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ড. ইউনূস

ঢাকা: বাংলাদেশী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সোমবার আন্তর্জাতিক  আহ্বান জানিয়েছেন যে প্রাণঘাতী সহিংসতা বন্ধ করার জন্য ছাত্ররা সিভিল সার্ভিস নিয়োগের নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করার পর থেকে তার দেশে ধ্বংসযজ্ঞ শুরু করেছে।

৮৩ বছর বয়সী এক বিবৃতিতে বলেছেন, “আমি অবিলম্বে বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা তাদের ক্ষমতার মধ্যে থেকে যাঁরা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছেন তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য সবকিছু করতে হবে।”

অস্থিরতা শুরু হওয়ার পর তিনি তার প্রথম প্রকাশ্যে মন্তব্যে যোগ করেছেন, “ইতিমধ্যে যে হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত হওয়া উচিত।”

তিনি বলেন, “বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত হয়েছে যেটা দিন দিন খারাপ হচ্ছে।” “হাই স্কুলের ছাত্ররা ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে।”

সূত্রঃ DW বাংলা / new indian express

আরো পড়ুন

সিলেটের জন্য তেড়ে আসছে ‘দুঃসংবাদ’!

কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন, আনিসুল হককে লিগ্যাল নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নরের নামে ভুয়া আইডি, সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক