4 C
London
January 22, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

বাংলাদেশ থেকে বছরে চার হাজার কর্মী নেবে গ্রিস

বছরে চার হাজার বাংলাদেশিকে মৌসুমি কাজের ভিসা দিবে গ্রিস৷ বর্তমানে দেশটিতে বসবাস করছেন এমন ১৫ হাজার বাংলাদেশিকেও দেয়া হবে সাময়িক কাজের অনুমতি৷ এমনই চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে৷

 

তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার প্রক্রিয়া কী হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি৷

 

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রেস ব্রিফিংয়ে গ্রিক মন্ত্রী জানান , এই চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে।

 

এটাকে ইউরোপের কোন দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  বলেন, এর মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবে।বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীদের ব্যয়ে গ্রিসে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি উল্লেখ করেন।

 

গ্রিসের মিনিস্টার অব মাইগ্রেশন এন্ড এ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হলেও মানবপাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বশান্ত করছে। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে বলে উল্লেখ করেন।

 

বাংলাদেশিদের জন্য গ্রিসে বৈধ অভিবাসন সুযোগ তৈরির বিষয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল৷ অবশেষে গ্রিক অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচির বাংলাদেশ সফরে এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে৷ এই সমঝোতা অনুযায়ী, বাংলাদেশিদের মৌসুমি কাজের ভিসা দিবে গ্রিক সরকার৷ এটি ইউরোপের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক বলে জানিয়েছেন বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ৷ গ্রিসের মন্ত্রী মিতারাচি টুইটে লিখেছেন, ‘‘শুধু মৌসুমি কাজের অনুমতি নয়, যারা গ্রিসে অবৈধ উপায়ে প্রবেশ করছে বা বসবাস করছে তাদের সরাসরি ফেরত পাঠানোর জন্য আমরা একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি৷’’

 

১১ ফেব্রুয়ারি ২০২২
সূত্র: যুগান্তর

আরো পড়ুন

স্ট্যাম্প ডিউটির পরিবর্তন ও বর্তমান রেট

ওমরাহ পালনে ভিসা সংক্রান্ত নতুন নির্দেষণা

যুক্তরাজ্যে কঠোর হচ্ছে ইমিগ্রেশন আইন

নিউজ ডেস্ক