11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ সহ বিশ্বের ১৮০ দেশে চালু গুগল বার্ড

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা বার্ড ব্যবহারের সুযোগ পেলেন বাংলাদেশের ব্যবহারকারীরা। নতুন এ সুখবরের পাশাপাশি বার্ডের একাধিক নতুন ফিচারেরও ঘোষণা দিয়েছে গুগল। এর ফলে এখন ওপেন এআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার মতো ক্ষমতাবান হয়ে গেল গুগল বার্ড এআই।

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বার্ডকে অনেক আগেই বাজারে এনেছিল গুগল। এবার সার্চ ইঞ্জিন জায়ান্টটি বার্ড এআই চ্যাটবটকে বিশ্বের আরও ১৮০টি দেশে চালু করল।

 

 

 

 

বহু দিন ধরেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বার্ড ব্যবহারের জন্য মুখিয়ে ছিলেন।

গুগল জানিয়েছে, বার্ড খুব শিগগিরই জাপানিজ ও কোরিয়ান সহ আরও ৪০টি ভাষার সাপোর্ট পেতে চলেছে। বার্ড তার ক্ষমতায়নের জন্য গুগলের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), পিএএলএম২-এর ওপরে নির্ভরশীল।

খুব সস্প্রতিই পিএএলএম২ ল্যাঙ্গুয়েজ মডেলে সুইচ করার বিষয়টি সক্রিয় করা হয়েছে বার্ডে। সেই সঙ্গে আবার কোডিং ক্ষমতা, অ্যাডভান্সড ম্যাথ এবং রিজনিং স্কিলসহ আরও অনেক কিছুই যুক্ত করা হয়েছে এতে। প্রসঙ্গত গুগল বার্ড প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে চালু করা হয়েছিল।

আরো পড়ুন

সালমান-আনিসুলকে বাঁচাতে গিয়ে পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ড. ইউনূস

চট্টগ্রামে সহিংসতায় ছাত্রলীগ মদদদাতা আওয়ামীলীগ মন্ত্রী নওফেল

নিউজ ডেস্ক