TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ হতে দক্ষ কর্মী নিতে আগ্রহী মেসিডোনিয়া

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান ইউযোনোব। বুধবার ৩১ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে এ আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান ইউযোনোব।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, মেসোডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে মেসোডোনিয়ার আইটি, মেডিক্যাল, কৃষি ও নির্মান খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসোডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চায় তারা।

এই খাতগুলোতে কাজ করা কর্মীর নূন্যতম মাসিক আয় ৪শ ইউরো হবে। তবে কি পদ্ধতিতে তারা কর্মী নিবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্রে আরো জানা যায়, কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমাঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসোডোনিয়ার রাষ্ট্রদূত সমাঝোতা স্মারকের নমুনা চেয়েছেন।

অতি শীঘ্রই নমুনা স্মারক মেসোডোনিয়ায় পাঠানো হবে বলে প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সূত্রঃ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

এম.কে
৩১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

আমদানি করলে গরুর মাংসের কেজি ৪০০, উৎপাদন করলে কেন ৭৫০ টাকা হবে

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল