0.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাধা সত্ত্বেও বড়দিনের ভ্রমণ চলছে পুরোদমে

এবছর প্রায় অর্ধেক ব্রিটেন উৎসবের সময় বন্ধু বা পরিবারের সাথে দেখা করা বা সময় কাটানোর পরিকল্পনা করছে। গবেষণায় দেখা যায়, গত দুই বছরে এই প্রথম ক্রিসমাসে উৎসবের সুযোগ পেয়ে সবাই উৎসাহে মাতোয়ারা।

 

যদিও ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে অনেকে ছোট ট্রিপ নিচ্ছেন, আবার অনেকে তা বাতিলও করছেন।

 

রেল সংস্থাগুলি উচ্চ কর্মীদের অনুপস্থিতি এবং ধর্মঘটের পদক্ষেপের কারণে কিছু পরিষেবা ব্যাহত হওয়ার সতর্কতা দিয়েছে ইতোমধ্যে।

 

কোভিড নিষেধাজ্ঞার কারণে অনেক লোক গত বছর তাদের ক্রিসমাস পরিকল্পনা বাতিল করেচছিলেন। তবে এই বছর জমায়েতের উপর কোনও বিধিনিষেধ নেই, যদিও লোকেদের সৎতর্ক হওয়ার অনুরোধ করা হচ্ছে, বিশেষত পরিবারের দুর্বল লোকদের।

 

ট্রান্সপোর্ট ফোকাসের গবেষণা অনুসারে, যারা এই বছর ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের বেশিরভাগই সড়কপথে ভ্রমণ করার ইচ্ছা পোষণ করেছেন, ১০ জনের মধ্যে ১ জন পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যাচ্ছেন।

 

২৪ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ব্রিটেনে ২০২১ সালে স্টুডেন্ট ভিসায় যেভাবে আবেদন করবেন

অনলাইন ডেস্ক

লন্ডনে নর্দমায় পাওয়া গেল পোলিও ভাইরাস!

ফেসবুক ডাউনে বিশাল ক্ষতির মুখে জাকারবার্গ