TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহামে কিশোরকে গুলি করে হত্যার দায়ে সীরাজ আয়ুব দোষী সাব্যস্ত

বার্মিংহামের ওয়াশউড হিথ এলাকায় কিশোর আলি রিয়ানকে গুলি করে হত্যার ঘটনায় ২৪ বছর বয়সী সীরাজ আয়ুবকে দোষী সাব্যস্ত করেছে আদালত। দুই সপ্তাহব্যাপী শুনানি শেষে মঙ্গলবার বার্মিংহাম ক্রাউন কোর্ট এই রায় ঘোষণা করে। গত বছরের ১৯ অক্টোবরের ওই ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর হাসপাতালে মারা যান ১৯ বছর বয়সী আলি রিয়ান।

 

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, হত্যার পর সীরাজ আয়ুব দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি ডাবলিনে অবস্থান করছিলেন এবং চলতি বছরের জানুয়ারিতে ফেরিতে করে যুক্তরাজ্যে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের শুনানিতে জানানো হয়, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে যে, আয়ুব একটি কালো মেরসিডিজ গাড়িতে ছিলেন, যা আলি রিয়ান ও তার বন্ধুকে অনুসরণ করছিল।

তদন্তে উঠে এসেছে, রিয়ান ও তার বন্ধু ই-বাইকে করে যাচ্ছিলেন, এমন সময় মেরসিডিজ গাড়িটি তাদের পাশে এসে থামে এবং পিছনের জানালা থেকে একটি গুলি ছোঁড়া হয়। তারা দ্রুত এগিয়ে গেলে গাড়িটি তাদের পিছু নেয় এবং দ্বিতীয়বার গুলি চালানো হয়, যা আলি রিয়ানের গায়ে লাগে। পরে এক পথচারী আহত অবস্থায় রিয়ানকে রাস্তায় পড়ে থাকতে দেখে জরুরি সেবায় ফোন করেন।

পুলিশ জানিয়েছে, আয়ুবকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের মোটিভ বা উদ্দেশ্য নির্ধারণ করা যায়নি।

আলি রিয়ানের পরিবার এক বিবৃতিতে জানায়, “তিনি উৎসাহ ও মর্যাদার সঙ্গে জীবনকে গ্রহণ করতেন। তার ছিল অসীম সম্ভাবনা এবং তিনি সর্বদা আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করতেন।”

মামলার প্রধান তদন্ত কর্মকর্তা জেনি বার্চ বলেছেন, “এই রায় আলি রিয়ানের পরিবারের জন্য কিছুটা হলেও শান্তি বয়ে আনবে বলে আমরা আশা করছি। আমাদের দল এই মামলায় কঠোর পরিশ্রম করেছে, এবং আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পেরে সন্তুষ্ট।”

সীরাজ আয়ুবের সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ফিলিস্তিন স্বীকৃতির সিদ্ধান্ত নিকটবর্তী, আলোচনায় ল্যামি

বিদেশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: কিয়ার স্টারমার বললেন “এটা মাত্র শুরু”