13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রুশ চেচনিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনসহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে রুশ ফেডারেশনের অংশ চেচনিয়া প্রজাতন্ত্র। রাশিয়ার মুসলিমপ্রধান এই প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ এ ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এরই ধারাবাহিকতায় বাস্তুচ্যুত দুই শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, রমজান কাদিরভের মা আয়মানি পরিচালিত একটি দাতব্য সংস্থা পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। এই অ্যাপার্টমেন্ট ভবনগুলোতেই ২০৯ জন আশ্রয় দেওয়া হবে। তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবে।

গতকাল শুক্রবার রমজান কাদিরভ এক বিবৃতিতে এসব অ্যাপার্টমেন্ট বণ্টনসংক্রান্ত ঘোষণায় বলেছেন, ‘সন্তোষজনক আবাসন পাওয়ায় ফিলিস্তিনি ভাই ও বোনদের অভিনন্দন। আমি আশা করি, তাদের আর কোনো দিন যুদ্ধ দেখতে হবে না। তারা এখানে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করবে।’

কাদিরভ জানিয়েছেন, গ্রোজনির দক্ষিণ-পূর্বে গর্নি ক্লিউচ চিলড্রেন রিসোর্টে আশ্রয় নেওয়া শরণার্থীদের এখন চেচনিয়ার রাজধানীর ভিসাইতোভস্কি জেলার একটি এলাকায় রাখা হবে, যেখানে ২০৯ জন ৪০টি পৃথক ও নতুন অ্যাপার্টমেন্টে বাস করবে।

চেচনিয়ার শাসক আরও জানিয়েছেন, এই অ্যাপার্টমেন্ট ভবনগুলো নির্মাণে ছয় মাস সময় লেগেছে। এই সময়ের মধ্যে ৫৫ জন ফিলিস্তিনিকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের সন্তানদের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাশিয়ায় পড়ালেখা করছে। কাদিরভ বলেছেন, ‘আমাদের তাৎক্ষণিক পরিকল্পনার মধ্যে আছে—চেচেন প্রজাতন্ত্রে একটি ফিলিস্তিনি সম্প্রদায় তৈরি করা, যাতে শরণার্থীরা তাদের জাতীয় পরিচয় রক্ষা করতে পারে।’

রমজান কাদিরভের মা আইমানি পরিচালিত আখমত ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের দিনে ভবনগুলো উদ্বোধন করা হয়। এই ফাউন্ডেশন রমজান কাদিরভের বাবা আখমত কাদিরভের নামে। আখমত কাদিরভের নেতৃত্বেই চেচেন বিদ্রোহীরা রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংঘাত শেষ করে দেশটির সঙ্গে একীভূত হয়।

কাদিরভ বলেন, ‘চেচেন জনগণ অন্য কারও মতো নয়, তারা জানে যুদ্ধের কষ্ট কতটা। আমরা সবাই ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। আমরা ক্ষুধা, ঠান্ডা এবং প্রিয়জনের মৃত্যু দেখেছি। সুতরাং, ফিলিস্তিনিরা যে শোকর সাগরে পড়েছে, তা আমাদের খুব কাছাকাছি।’

গত জানুয়ারিতে প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত বছরের নভেম্বরে দেওয়া রমজান কাদিরভের ঘোষণা অনুসারে গ্রোজনিতে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিতে ৩৫টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের কাজ শুরু হয়। সে সময় বলা হয়েছিল, রাশিয়ায় অন্তত ১ হাজার ২০০ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

প্রায় ১৫ লাখ জনগণের চেচনিয়ায় সিংহভাগই মুসলিম। মূলত মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকেই ফিলিস্তিনিদের আশ্রয় দিতে এই আবাসন প্রকল্প গ্রহণ করে প্রজাতন্ত্রটির সরকার। সব মিলিয়ে এই প্রকল্প নির্মিত হবে ৪ হাজার ২০০ বর্গমিটার এলাকায়।

সূত্রঃ জেরুসালেম পোস্ট

এম.কে
৩০ জুন ২০২৪

আরো পড়ুন

দ্রুতই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসরাইলকে ‘লাল কার্ড’

টুইটারকে টেক্কা দিতে চায় ইনস্টাগ্রাম