TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাড়ছে ব্রিটেনের হাউজিং বেনিফিট

এপ্রিল মাস থেকে যুক্তরাজ্যের লক্ষ লক্ষ পরিবারের হাউজিং বেনিফিটের ব্যক্তিগত ভাতা বৃদ্ধি পাবে বলে সরকার নিশ্চিত করেছে।

 

এই হাউজিং বেনিফিটের কারণে পরিবারগুলো বেকারত্ব বা স্বল্প আয়ের কারণে তাদের বাড়ি ভাড়া প্রদানে সুবিধা পেয়ে থাকেন। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে প্রায় ৩ মিলিয়ন লোক আবাসন সুবিধার দাবি করে।

 

এপ্রিলের ৬ তারিখ থেকে ব্যক্তিগত ভাতা যা পরিবর্তন হচ্ছে :

 

একজন ব্যক্তির ক্ষেত্রে

  • ২৫ বছরের কম বয়সীদের জন্য ৫৮.৯০ পাউন্ড থেকে বেড়ে ৫৯.২০ পাউন্ড হবে।
  • যে কোনো বয়স এবং প্রধান পর্যায়ে ইএসএদের ক্ষেত্রে ৭৪.৩৫ পাউন্ড থেকে বেড়ে ৭৪.৭০ পাউন্ড হবে।
  • ২৫ থেকে রাষ্ট্রীয় পেনশন ক্রেডিটের বয়সে যারা রয়েছেন তাদের জন্য এটি ৭৪.৩৫ পাউন্ড থেকে ৭৪.৭০ পাউন্ড হচ্ছে।
  • পেনশনের বয়সে পৌঁছালে ১৮৭.৭৫ পাইন্ড থেকে বেড়ে ১৯১.১৫ পাউন্ড হবে।

 

সিঙ্গেল প্যারেন্টদের ক্ষেত্রে

  • ১৮ বছরের কম বয়সীদের জন্য ৫৮.৯০ পাউন্ড থেকে বেড়ে ৫৯.২০ পাউন্ড হবে।
  • যে কোনো বয়স এবং প্রধান পর্যায়ে ইএসএদের ক্ষেত্রে ৭৪.৩৫ পাউন্ড থেকে বেড়ে ৭৪.৭০ পাউন্ড হবে।
  • ১৮ থেকে রাষ্ট্রীয় পেনশন ক্রেডিটের বয়সে যারা রয়েছেন তাদের জন্য এটি ৭৪.৩৫ পাউন্ড থেকে ৭৪.৭০ পাউন্ড হচ্ছে।
  • রাষ্ট্রীয় পেনশনের বয়সে পৌঁছালে ১৮৭.৭৫ পাইন্ড থেকে বেড়ে ১৯১.১৫ পাউন্ড হবে।

 

দম্পতিদের ক্ষেত্রে

  • দুইজনই ১৮ বছরের কম হলে ৮৯ পাউন্ড থেকে ৮৯.৪৫ পাউন্ড হবে।
  • একজন অথবা দুইজনের বয়স ১৮ বছরের মধ্যে হলে এবং রাজ্য পেনশনের ক্রেডিটের বয়সের মধ্যে থাকলে ১১৬.৮০ পাউন্ড থেকে ১১৭.৪০ পাউন্ড হবে।
  • যে কোনো বয়স এবং প্রধান পর্যায়ে ইএসএদের ক্ষেত্রে ১১৬.৮০ পাউন্ড থেকে বেড়ে ১১৭.৪০ পাউন্ড হবে।
  • একজন বা উভয়ই পেনশনের বয়সে পৌঁছালে ২৮০.৮৫ পাউন্ড ২৮৬.৮৫ পাউন্ড হবে।

 

অন্যান্য ক্ষেত্রে

  • নির্ভরশীল শিশু অথবা ২০ মানুষ বছরের কম বয়সীদের জন্য ৬৮.২৭ পাউন্ড থেকে ৬৮.৬০ পাউন্ড হচ্ছে।

 

কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পেয়ে আসছেন অনেকে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিবন্ধী সন্তানের যত্ন নেন তবে আপনি আগে যেমন অতিরিক্ত সুবিধা পেয়ে আসছিলেন, এপ্রিল মাস থেকে এই পরিমাণগুলো বাড়ছে। আপনি কেমন সুবিধা পাবেন তা দেখতে আপনার নিকটতম জবসেন্টার প্লাসের সাথে কথা বলুন।

 

 

সূত্র: মিরর
২৬ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

রোবটের চাকুরী গেলো গুগলে

নিউজ ডেস্ক

লুইজিয়ানায় আঘাত হানলো হ্যারিকেন ‘আইদা’

বিলেতে বাড়ি কেনাবেচাঃ প্রোবেট সম্পত্তি

নিউজ ডেস্ক