২০২৩ সালের মার্চের শেষ পর্যন্ত বাড়ি ভাড়া ফ্রিজ করতে একটি বিশেষ আইন পাস করেছে স্কটিশ সরকার। সামাজিক ও ব্যক্তিগত আবাসন খাতের ভাড়া নির্ধারণে মন্ত্রীদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এই ‘কস্ট অব লিভিং বিলে’। এতে বলা হয়েছে, কেবলমাত্র নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ভাড়াটেদের উচ্ছেদ করা যাবে।
স্কটিশ পার্লামেন্টের যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত পাস হওয়া এই আদেশ আরও দুবার ছয় মাসের মেয়াদে বাড়ানো হতে পারে।
জানা যায়, কিছু ক্ষেত্রে ভাড়া ৩০% পর্যন্ত বেড়েছে। কিন্তু ল্যান্ডলর্ড প্রতিনিধিরা বলেছেন যে সরকারের এই পরিকল্পনা তাদের অনেক সদস্যকে সেক্টর ছেড়ে দিতে বাধ্য করবে।
স্কটিশ ফেডারেশন অব হাউজিং অ্যাসোসিয়েশন বলেছে যে সামাজিক আবাসন খাতে ভাড়া স্থগিত করা অপ্রয়োজনীয়, সম্ভবত এটি বিপরীতমুখী হতে পারে এবং আগামী বছরের মার্চের শেষের পরে এটি চালিয়ে যাওয়া উচিত নয়। কারণ, একজন বাড়িওয়ালাকে সম্পত্তির খরচ, মর্গেজ পরিশোধ এবং কিছু বীমা খরচের সম্মুখীন হতে হয়।
এছাড়াও ছাত্রদের আবাসন এই আইনের অন্তর্ভুক্ত থাকবে এবং উচ্ছেদের উপর ছয় মাসের স্থগিতাদেশ প্রদান করবে।
৮ অক্টোবর ২০২২
বিবিসি