20 C
London
May 19, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা

বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহিক কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা সরকার। তার কারণ পড়াশুনার চেয়ে কাজে বেশি ব্যস্ত থাকায়, তাদের একাডেমিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য পতন হয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স উন্নত করার জন্য এই নিয়ম করেছে কানাডা সরকার। এই নিয়মে এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২৪ ঘণ্টা করে কলেজ ক্যাম্পাসের বাইরে কাজ করতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর হবে।

কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করার অনুমতি দেওয়ার অস্থায়ী নীতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে।

তিনি আরও জানিয়েছেন, আমাদের লক্ষ্য হল প্রতি সপ্তাহে ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের কাজের সময়সীমা ২৪ ঘণ্টায় কমিয়ে আনা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মহামারী করোনার সময়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০ ঘণ্টা কাজের সময়সীমা অস্থায়ীভাবে তুলে নিয়েছিলেন। যার ফলে ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পেয়েছিল শিক্ষার্থীরা।

মিলার জানিয়েছেন, শিক্ষার্থীদের সপ্তাহে ২৪ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া মানে তারা পড়াশোনায় আরও বেশি করে মনোযোগ দিতে সক্ষম হবেন। ক্যাম্পাসের বাইরে কাজ করায় বিদেশি শিক্ষার্থীদের বিশেষ উপকার হবে। তাদের কাজের অভিজ্ঞতা অর্জনও হবে, পড়াশোনায়ও কোনও ঘাটতি হবে না।

অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে যারা প্রতি সপ্তাহে ২৮ ঘণ্টার বেশি কাজ করেন তাদের একাডেমিক কর্মক্ষমতা অনেক কমেছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এম.কে
০৭ মে ২০২৪

আরো পড়ুন

ভারত এখন বিশ্বের ক্যান্সার রাজধানীঃ অ্যাপোলো হসপিটালস

ইসরায়েলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ, কার্যালয়ে তল্লাশি

চীনের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো

অনলাইন ডেস্ক