5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিপদাপন্ন নারীকে বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে প্রশংসিত এই ব্রিটিশ-মুসলিম

লন্ডনে একজন বৃদ্ধার জীবন বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মারা যান এক যুবক। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য সমাজে হিরো হিসেবে সমাদৃত হচ্ছেন তিনি। ২০ বছর বয়সী এই ব্রিটিশ-মুসলিম যুবকের নাম আলি আবুকার আলি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম লন্ডনের ব্রেন্টফোর্ড এলাকায় ওই যুবকের বাড়ি। তার বাড়ির কাছে একটি কাবাবের দোকানের বাইরে ছুরিকাঘাত ও নির্যাতনের শিকার হন ৮২ বছর বয়সী বেটি ওয়ালশ। তাকে সাহায্য করতে ২০ বছর বয়সী গত শুক্রবার (১২ নভেম্বর) এগিয়ে এসেছিলেন।

সোমালিয়া বংশোদ্ভুত আলি কিংস্টোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। বর্তমানে চিসউইক গেটরস বাস্কেটবল ক্লাবে একটি কিশোর দলের প্রশিক্ষকের কাজ করতেন। আর ঘটনাটি ঘটেছে তার কোচিং সেশনের কয়েক ঘণ্টা পর।

বীরত্বের কারণে স্থানীয় ব্রিটিশদের কাছে ব্যাপক সমাদ্দ্রিত হচ্ছেন আলি। দাতব্য কাজে দানের জন্য তার সম্মানে গো মান্ড মি-তে পেজ খোলা হলে মাত্র দুই দিনে ৯০ হাজার পাউন্ড জমা পরে তাতে।

আলির ঘনিষ্ঠ বন্ধু মাইকেল কোয়েনটোহ বলেন, “আলি আমার জীবনে দেখা সবচেয়ে সত্যিকারের, অনুগত, যত্নশীল ব্যক্তি ছিলেন,”

মাইকেল কোয়েনটোহ একজন প্রাক্তন জুনিয়র আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং গেটরস ক্লাবের প্রতিষ্ঠাতা। যখন তার ১৩ বছর বয়স তখন থেকে আলির সঙ্গে তার পরিচয়।

আলির প্রশংসার জোয়ার বইছে সোশ্যাল মিডিয়াতেও। হিরোর খেতাব দিয়ে টুইটারে তার ছবি প্রকাশ করেছেন অনেকেই।

 

১৭ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ভারতে করোনায় মৃত্যু নিয়ে ল্যানসেটের ভয়ংকর তথ্য

কোনো মানুষই অবৈধ নয়- ১৩ জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক

ফ্রান্সেও পাওয়া গেলো করোনার নতুন ‘স্ট্রেইন’