4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। আজ শুক্রবার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ঋণের ব্যবস্থা করার বিষয়ে তার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর জেরেই পদত্যাগ করেছেন রিচার্ড শার্প।
পদত্যাগ নিয়ে করা মন্তব্যে শার্প বলেছেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতেই পদত্যাগ করছেন তিনি। সচেতনভাবে তিনি অনিয়ম করেননি দাবি করে শার্প বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।
ব্রিটিশ সংবাদমাধ্যম  জানিয়েছে, ব্যারিস্টার অ্যাডাম হেপিনস্টলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শার্প এমপিদের ক্রসপার্টি প্যানেলের কাছে স্বার্থের সম্ভাব্য দ্বন্দ্ব প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত, সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিজের প্রভাব খাটিয়ে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড ব্যাংক ঋণ পেতে সাহায্য করেছিলেন শার্প। অভিযোগ ওঠার পর তা নিয়ে তদন্ত শুরু করে দেশটির ব্যাংক ঋণ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এবং তাতে বিবিসি চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করা হয়।

আরো পড়ুন

প্রিন্স হ্যারি ও তার পরিবারকে পুলিশি সুরক্ষা দেবে না হোম অফিস!

অনলাইন ডেস্ক

চ্যানেল অভিবাসীদের নির্বাসনের আবেদন নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন ঋষি সুনাক

Deadline for personal tax return and payment

অনলাইন ডেস্ক