2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিবি স্টকহোমে আশ্রয়প্রার্থীদের সঙ্গে ‘গবাদি পশুর’ মতো আচরণ

যুক্তরাজ্যের ভাসমান আশ্রয়কেন্দ্র বিবি স্টকহোমে থাকা আশ্রয়প্রার্থীদের সঙ্গে ‘গবাদি পশু’-এর মতো আচরণ করা হয়৷ দেয়া হয় খারাপ খাবার৷ তারা ছারপোকার আক্রমণের পাশাপাশি বন্যা পরিস্থিতিরও শিকার হয়েছেন৷ তাদের অবস্থাটা যেন, ‘জলে ভাসা শ্যাওলার’ মতো৷ ভাসমান ওই আশ্রয়কেন্দ্রের সাবেক কর্মীরাই এমন কথা জানিয়েছেন৷

শুরু থেকেই ডরসেটে স্থাপিত বিবি স্টকহোম নিয়ে বিতর্কের মুখে পড়েছে ব্রিটিশ সরকার৷ এক আশ্রয়প্রার্থীর আত্মহত্যার ঘটনায় সেই বিতর্ক আরো তীব্র হয়ে উঠে৷

কিন্তু এই প্রথমবারের মতো বার্জটির অপ্রীতিকর অবস্থা, বিদ্যুৎ বিভ্রাট এবং আশ্রয়প্রার্থীদের সঙ্গে অমানবিক আচরণ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন সাবেক দুই কর্মী৷

২০২৩ সালের গ্রীষ্ম থেকে বছরের শেষ পর্যন্ত ভাসমান আশ্রয়কেন্দ্রটিতে কর্মরত ছিলেন লেভানা কোকার এবং বেলা বাসস্টোন৷ কোকার কাজ করতেন গৃহকর্মী হিসাবে৷ আর বাসস্টোন অভ্যর্থনার কাজে যুক্ত ছিলেন৷

তারা জানিয়েছেন, বার্জের কর্মীদের আশ্রয়প্রার্থীদের সঙ্গে নির্দয় আচরণ করতে দেখেছেন তারা৷ আশ্রয়প্রার্থীদের কোনো অভিযোগ আমলে নেয়া হতো না বলেও জানান তারা৷

কোকার বলেন, ২৭ বছর বয়সি লিওনার্ড ফারুকুর আত্মহত্যার পর বার্জে থাকা অনেক আশ্রয়প্রার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন৷

কোকার আরো বলেন, “বার্জে থাকা আশ্রয়প্রার্থীদের সঙ্গে গবাদি পশু বা চিড়িয়াখানার পশুদের মতো আচরণ করা হতো৷ এটা বন্ধ করে দেয়া উচিত৷’’

ফারুকুকে চিনতেন বাসস্টোনও৷ তিনি বলেন, ‘‘তিনি যখন বার্জে এসেছিলেন তখন বেশ হাসিখুশি ছিলেন৷ খুবই মজার এবং মিষ্টি মানুষ ছিলেন, কিন্তু তারপর তিনি নিজেকে গুটিয়ে নিলেন৷’’

বাসস্টোন আরো বলেন, ‘‘তার মৃত্যুর পর আমাদের বলা হয়েছিল, এ কথা যেন আমরা কাউকে না বলি৷’’

কোকার বলেন, একবার বার্জে থাকা একজন আশ্রয়প্রার্থী অসুস্থ হয়ে পড়েন এবং খাবার পেটে রাখতে পারছিলেন না৷ তখন চিকিৎসক তাকে বরফশীতল পানীয় পান করানোর পরামর্শ দিয়েছিলেন৷

তখন কোকার তার বাড়ি গিয়ে তার বরফশীতল পানীয় তৈরির অনুমতি চেয়েছিলেন৷ কিন্তু বার্জের এক কর্মী তাকে সেই অনুমতি দেননি৷ উল্টো ওই কর্মী রাগতস্বরে কোকারকে বলেছিলেন, ‘‘এটি আপনার কাজ নয়৷ তার মৃত্যুতে আমার কিছু যায় আসে না৷’’

বার্জে থাকা আশ্রয়প্রার্থীদের প্রতি কেউ সহানুভূতিশীল ছিলেন না, এ কথা জানিয়ে কোকার বলেন, ‘‘বার্জের কর্মীরা আশ্রয়প্রার্থীদের জলে ভাসা শ্যাওলা ভাবতেন৷ আশ্রয়প্রার্থীদের বার্জ থেকে বেরোনোর অনুমতি ছিল না৷ এটা অনেকটা কারাগারের মতো ছিল৷’’

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো হুমকি দেয়া হতো বলেও জানিয়েছেন ওই দুই কর্মী৷ তারা বলেন, ‘‘এসব কারণে আশ্রয়প্রার্থীদের সবার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছিল৷’’

বাসস্টোন বলেন, আমি একজন দেখেছিলাম বার্জে আসার সময় তিনি ‘খুব হাসিখুশি’ ছিলেন৷ কিন্তু ‘‘এক সপ্তাহ পরে আমি তাকে সিঁড়িতে বসে কাঁদতে দেখেছি, দেখেছি সমুদ্রের দিকে উদাসীনভাবে তাকিয়ে আছেন৷’’

বাসস্টোন আরো বলেন, ‘‘বার্জে আসা পুরুষেরা নানা কিছু নিয়ে ভীত ছিলেন৷ সেখানে এলেই তারা জানতে চাইতেন, তাদের রুয়ান্ডায় পাঠানো হবে কিনা৷’’

তিনি আরো জানান, ‘‘কখনও কখনও বার্জের রুম পানিতে প্লাবিত হয় এবং অনেকেই ভয় পেতেন৷ মনে করতেন বার্জটি বুঝি ডুবে যাচ্ছে৷ ফলে, তেমন পরিবেশে কেউ নিজেদের নিরাপদ মনে করতেন না৷’’

বাজে খাবার, ছারপোকা, পানি উঠার মতো বিষয়গুলো নিয়ে বার বার অভিযোগ করে কোনো প্রতিকার পেতেন না আশ্রয়প্রার্থীরা৷ কোকার বলেন, আশ্রয়প্রার্থীদের ১০টি অভিযোগের নয়টিকেই কোনো গুরুত্ব দেয়া হতো না৷

তিনি বলেন, ‘‘যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বা এমপিরা বার্জটিতে আসতেন তখন সেটি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়৷ স্বাভাবিকের চেয়ে ভালো খাবার দেয়া হয়৷ বার্জ খোলার আগে যখন সাংবাদিকেরা এসেছিলেন, তখন তাদের বাছাই করা কয়েকটি কক্ষ দেখানো হয়েছিল৷’’

বার্জের কর্মী এবং আশ্রয়প্রার্থীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল৷ সেই গ্রুপের কিছু বার্তা দেখেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান৷ সেখানে এক আশ্রয়প্রার্থী লিখেছেন, তিনি যেখানে আছেন সেখানে বিদ্যুৎ নেই, তাই গরম পানি পাওয়া যাচ্ছে না৷

একজন আশ্রয়প্রার্থী গ্রুপে লিখেছেন, ‘‘এই বার্জটিকে জেলখানার মতো মনে হচ্ছে৷’’

অন্য একজন অভিযোগ করে লিখেছেন, ‘‘মাছটি এমনভাবে রান্না করা হয়েছিল যে, আমার সঙ্গে কথা বলছিল৷’’

অপর এক আশ্রয়প্রার্থী লিখেছেন, মাংস যা শক্ত, চিবাতে গিয়ে তার কিছু দাঁত হারিয়ে গেছে৷

একজন আশ্রয়প্রার্থী একটি গেম রুম খোলার অনুরোধ জানিয়ে লিখেছিলেন, ‘‘আমরা সবাই হতাশার ঘরে আছি৷’’

বার্জের সাবেক দুই কর্মীর এমন সব অভিযোগ মানতে নারাজ ব্রিটিশ হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তারা জানিয়েছে, ‘‘আমরা এই ধরনের কোনো অভিযোগই মানছি না৷ আমাদের আওতায় থাকা প্রত্যেকের সঙ্গে মর্যাদা এবং সম্মানের সঙ্গে আচরণ করা হয়৷’’

বার্জটি ইউএনএইচসিআরসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও পরিদর্শন করেছে বলেও জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

হোম অফিস আরো জানিয়েছে, ‘‘বার্জে থাকা আশ্রয়প্রার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তাসহ স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা পাওয়ার সুযোগ রয়েছে৷ এসব সেবার মান নিয়ে কোনো অভিযোগ এলে, আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তা দ্রুত সমাধান করি৷ এছাড়াও মাইগ্রেন্ট হেল্প ২৪/৭ বা অভিবাসী সহায়তার সুযোগ সাত দিনে ২৪ ঘণ্টা খোলা থাকে৷’’

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৭ মে ২০২৪

আরো পড়ুন

শিলাবৃষ্টিজনিত কারণে গৃহহীন মানুষের জন্য ফান্ড রাইজিং

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক আইন মানার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাজ্যেরঃ ইসিএইচআর

প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষকদের দাসপ্রথায় সম্পৃক্ততা, ক্ষমা চাইল দ্য গার্ডিয়ান

নিউজ ডেস্ক