3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

বিয়ের অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশনা জারি করছে। এবার দেশটির রাজধানী কাবুলে বিয়ের হলগুলোতে গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে তালেবান সরকার। এগুলো ইসলামবিরোধী হওয়ার তারা এমন নির্দেশনা জারি করেছে বলে এক খবরে জানা যায়।

গত রোববার আফগানিস্তানের পাপ-পুণ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে আর গান-বাজনা করা যাবে না। অনুষ্ঠানস্থল মালিকদেরকে ইতিমধ্যে সরকারের এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

কাবুলে বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনে ভাড়া দেওয়া হয় এমন একটি অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপক ইউরোপের একটি প্রেস এজেন্সিকে বলেন, বিয়ের অনুষ্ঠানে যদি কোনো গান-বাজনাই না থাকে, তাহলে বিয়ের অনুষ্ঠান আর জানাজার মধ্যে পার্থক্য কী থাকল?

 

 

 

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর অনেক সংগীতশিল্পী ও কলাকুশলী দেশ ছেড়ে পালিয়েছেন। তারা পশ্চিমা দেশগুলোয় আশ্রয় নিয়েছেন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালেও তালেবান বেশ কিছু কার্যক্রমকে বেআইনি ঘোষণা করেছিল। যেমন ঘুড়ি ওড়ানো, টিভিতে সোপ অপেরা দেখা, খেয়াল খুশিমতো চুল কাটা এবং গান বাজনা বাজানো। তখনো এসব করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এছাড়া আফগান নারীদের ওপর বেশি কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তাদের মাধ্যমিক স্কুলপর্যায় থেকে শুরু করে পরবর্তী পর্যায়ের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধরনের চাকরিতেও তাদের ওপর নিষেধাজ্ঞা আছে। এপ্রিলে পবিত্র রমজান মাসে নারীরা পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দেয় তালেবান।

এম.কে
১৩ জুন ২০২৩

 

আরো পড়ুন

সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনই আবার দায়িত্ব পাচ্ছেন ই-ভ্যালির

পৃথিবী থেকে বিদায় নেবে রোগ, চলছে এআই গবেষণা

টাইমের কভারেই কী কপাল পুড়ল শেখ হাসিনার?

নিউজ ডেস্ক