চীনের গবেষকরা বিরল কিছু খনিজ থেকে উচ্চমানের সিসা-২১২ এবং বিসমাথ-২১২ নিউক্লাইড সংগ্রহ করেছেন, যা ক্যান্সার নিরাময়কারী কিছু বিশেষ উপাদান তৈরিতে কাজে আসে। সম্প্রতি দক্ষিণ চীনের বিশ্ববিদ্যালয়ের প্রেস সেন্টার এ তথ্য জানিয়েছে।
গবেষণাদলের মতে, এই আবিষ্কার চীনের জন্য প্রয়োজনীয় মেডিক্যাল নিউক্লাইড উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে বেশ গুরুত্বপূর্ণ।
নিউক্লাইডগুলো ক্যান্সার চিকিৎসায় টার্গেটেড আলফা-নিউক্লাইড থেরাপি (টিএটি)-তে ব্যবহারের জন্য উপকারী হিসেবে বিবেচনা করা হয়।
এই থেরাপি ব্রেস্ট, প্যানক্রিয়াটিক এবং প্রোস্টেট ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সার নিরাময়ে সম্ভাবনাময় এক পদ্ধতি। তবে উপকরণগুলোর সরবরাহ বেশ সীমিত। প্রাকৃতিক থোরিয়াম থেকে সিসা-২১২ এবং বিসমাথ-২১২ নিউক্লাইড সংগ্রহের প্রক্রিয়া এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গবেষক দলটি নতুন এক শোষণকারী উপাদান অ্যানিয়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করে প্রাকৃতিক থোরিয়াম-২৩২-এর চেইন থেকে সিসা-২১২ এবং বিসমাথ-২১২ নিউক্লাইড পৃথক করার কার্যকর এবং সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কার করেছেন।
নতুন পদ্ধতিতে শোষণের গতি ঐতিহ্যবাহী রেজিনের তুলনায় ছয় গুণ বেশি, যা ক্ষণস্থায়ী নিউক্লাইড পৃথক করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দেবে। সিসা-২১২ এবং বিসমাথ-২১২ ছাড়াও দলটি রেডিয়াম-২২৮, থোরিয়াম-২২৮ এবং রেডিয়াম-২২৪ নিউক্লাইড সংগ্রহের উপরও কাজ করছে বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান অধ্যাপক ওয়ে ইউয়েজো।
এ গবেষণা ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
সূত্রঃ সিএমজি
এম.কে
২০ ডিসেম্বর ২০২৪